নিউজ ডেস্ক: রাজ্যে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে গর্জে উঠলেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শনিবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন, “শ্যামাপ্রসাদ মুখার্জীর গড়া ‘হিন্দু হোমল্যান্ড’ পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের দুর্বিষহ পরিনতি দেখুন! @MamataOfficial – এর বেআব্রু তোষণের রাজত্বে হিন্দুরাই এখন নিজভূমে পরবাসী হয়ে জীবনধারণ করতে বাধ্য…
কট্টরপন্থী মৌলবাদী দুষ্কৃতীদের উপদ্রবে ভিটে-মাটি ছেড়ে মুর্শিদাবাদের ধুলিয়ানের বেশ কয়েকটি পরিবারকে ঠাঁই নিতে হয়েছে মালদহের পারালাল হাই স্কুল প্রাঙ্গণে!
হিন্দুদের জন্য এই চরম বিপদশঙ্কুল দিনেও তৃণমূলের স্থানীয় জনপ্রতিনিধিরা ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে বলে শোনা যাচ্ছে! স্বাধীন ভারতের মাটিতেও বিভাজনের বিভীষিকাময় ইতিহাস পশ্চিমবঙ্গের বাঙালিকে চাক্ষুষ করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় !”