নিউজ ডেস্ক: অবশেষে গরম থেকে মুক্তি। বাংলা বছরের শেষ দিনে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন অংশে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। একইসঙ্গে পশ্চিমের তিন জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও।
দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই সাত জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। বুধবার থেকে ফের বৃষ্টি। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায়।
তবে শহরে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ সকালে আংশিক মেঘলা আকাশ। আঞ্চলিক ভাবে কোনো কোনো অংশে বিকেলের দিকে খুব সামান্য বৃষ্টির অল্প সম্ভবনা।
অন্যদিকে, সোমবার ও মঙ্গলবারে ঝড় বৃষ্টির কোন সতর্কতা নেই উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি ওপরের দিকের পার্বত্য এলাকায় হতে পারে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বুধবারে ফের ঝড় বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।