নিউজ ডেস্ক: দূর থেকে অব্যর্থ নিশানা। নিমেষে ধ্বংস হয়ে যাবে শত্রুপক্ষের মিসাইল, বিমান বা ড্রোন। কিন্তু তার জন্য গুলিও চালাতে হবে না, ছুড়তে হবে না মিসাইলও। শুধুমাত্র লেজার রশ্মি ছিন্ন-বিচ্ছিন্ন করে দেবে নিশানা। হাতে-কলমে ঠিক এটাই করে দেখাল ভারত। ভারতের ৩০ কিলোওয়াট লেজার বেসড ওয়েপন সিস্টেমের সফল পরীক্ষামূলক ব্যবহার দেখল বিশ্ব।
আর এই কল্পনাকে বাস্তবের মাটিতে টেনে এনেছে প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO। শত্রু রাষ্ট্রের যুদ্ধবিমান থেকে গুপ্তচর ড্রোন, যে কোনও কিছু নিমিষে ধ্বংস করে দিতে পারে DRDO-র তৈরি এই লেজার অস্ত্র। রবিবার অন্ধ্রপ্রদেশের কুর্নুলে DRDO-এর এক দল গবেষক এই সদ্য নির্মিত ৩০ কিলোওয়াটের লেজার অস্ত্রের ট্রায়াল রান করায়। যাতে সফল হয়েছে তারা। জানা গিয়েছে, এই অত্যাধুনিক অস্ত্র তৈরির মাধ্যমেই মার্কিন যুক্তরাষ্ট্র, চিন ও রাশিয়ার সঙ্গে জুড়ে গেল ভারতের নাম।
আসলে বিশ্বের হাতেগোনা কিছু দেশের হাতে রয়েছে এই অত্যাধুনিক লেজার টেকনোলজি। অ্যাডভান্সড লেজার অস্ত্রের ক্ষমতা এতদিন ছিল আমেরিকা, চিন ও রাশিয়ার হাতে। এ বার সেই ক্ষমতার বৃত্তে ভারতও। এ প্রসঙ্গে ডিআরডিও-র চেয়ারম্যান ড. সমীর ভি কামাত বলেন, ”সবে পথ চলা শুরু হলো… আমরা শীঘ্রই লক্ষ্যে পৌঁছব… অন্য হাই এনার্জি সিস্টেম নিয়েও আমরা কাজ করছি, যার মধ্যে রয়েছে হাই এনার্জি মাইক্রোওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক পালস।”
জানা গিয়েছে, ৩০ কিলোওয়াট লেজার ওয়েপন সিস্টেম মূলত আকাশপথে হওয়া হামলা মোকাবিলা করার জন্য তৈরি। পাঁচ কিলোমিটারের মধ্যে আঘাত হানতে পারে এটি। ভূমি থেকে এবং যে কোনও জাহাজ থেকেও এটি ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে।