নিউজ ডেস্ক: অম্বেদকর জয়ন্তীতে হরিয়ানার হিসারে বিমানবন্দর উদ্বোধনের পর কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযোগ তুললেন, ২০১৩ সালে কংগ্রেস ওয়াকফ আইনে ভোটের স্বার্থে পরিবর্তন ঘটিয়ে সংবিধানের অপমান করেছে। তাঁর দাবি, ‘কংগ্রেসের অম্বেদকরের সমানাধিকারের সংবিধান বদলে নিজেদের ভোট ব্যাঙ্কের ভাইরাস রাজনীতি ছড়িয়েছে। ওরা বাবা অম্বেদকরের তৈরি করে যাওয়া সংবিধানকে সম্পূর্ণ নষ্ট করেছে।’ মোদী বলেন, ওয়াকফ আইন গরিব মুসলিমদের ন্যায়বিচার দেবে। বাংলায় ওয়াকফ ঘিরে অশান্তির আবহে জল্পনা, ২৪ এপ্রিল রাজ্যে সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী।