কলকাতা: মুর্শিদাবাদে হিংসার পর থেকেই ভয়ে আতঙ্কে অনেকেই মালদা এসে পৌঁছেছেন। মালদার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন মুর্শিদাবাদের ধুলিয়ান-সহ অন্যান্য এলাকার বাসিন্দারা। এই পলায়ন নিয়ে চুপ থাকলেন মন্ত্রী তথা কলকতার মহানাগরিক ফিরহাদ হাকিম। সোমবার ফিরহাদ বলেছেন, এমন কোনও ব্যাপার নয়, এখানে সব ঠিকই আছে। বাংলা থেকে বাংলাতেই যাচ্ছেন। বাংলা সুরক্ষিত বলেই এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছেন।
ফিরহাদ হাকিম আরও বলেছেন, “সব কিছু ঠিক আছে। এর থেকে অনেক বড় ঘটনা গুজরাটে হয়েছিল, এরপরও মানুষ চুপ ছিল। যে ঘটনা ঘটেছে তা অবশ্যই নিন্দনীয়। নেপথ্যে কে আছে তা পুলিশ খুঁজে বের করবে, এটা আমার বিশ্বাস। কিন্তু, এই ঘটনা ঘটা উচিত নয়, যেহেতু এটি বাংলার পবিত্র ভূমি। প্রদর্শন করার হলে দিল্লিতে গিয়ে করুন, এখানে কেন?”