নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে চলমান অশান্তি ও ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন। তাঁর দাবি, রাজ্যে সরকার বিরোধী প্রতিবাদ ও আন্দোলনগুলোর সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক রয়েছে এবং তা রাষ্ট্রবিরোধী। মুর্শিদাবাদ, ধুলিয়ান, সুতি ও শমসেরগঞ্জের বিভিন্ন এলাকায় সম্প্রতি অশান্তি সৃষ্টি হয়েছে, যেখানে পুলিশ ও রেলওয়ের সম্পত্তিতে হামলা এবং ভাঙচুর হয়েছে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শুভেন্দু।
শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের সুরক্ষা ব্যবস্থাকে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন “আনসারুল বাংলার মতোই আচরণ করছে তৃণমূল। ইউনুস আর মমতা দু’জনেই এক। এক পরিবারের সদস্য। ওখানে জামাত আর এক্সট্রিমিস্ট ফোর্স যেভাবে কাজ করছে, যেভাবে পাকিস্তানিদের হাতে চলে গেছে বাংলাদেশ, সেখানে বাংলার পরিস্থিতিও একই। ওপারের স্টাইলেই মুর্শিদাবাদে দোকানপাট লুট হয়েছে।” তাঁর মতে, মুর্শিদাবাদে দোকানপাট লুট হয়ে যাওয়ার ঘটনা একেবারে বাংলাদেশের মতো।
এছাড়া, তিনি বাংলাদেশের সিদ্দিকুল্লা চৌধুরীর ভিসা বাতিলের প্রসঙ্গ তুলে বলেন, এখন সে বাংলায় অশান্তি সৃষ্টি করছে। শাসকদলের সঙ্গে সরাসরি জঙ্গি গোষ্ঠীর তুলনা টেনে শুভেন্দু জানান, “আনসারুল বাংলা যেমন বিপজ্জনক, ঠিক তেমনই তৃণমূল কংগ্রেসও ভারতের জন্য একটি বিপজ্জনক, রাষ্ট্রবিরোধী, জেহাদিদের দ্বারা নিয়ন্ত্রিত সো কলড রাজনৈতিক দল।”