বাসন্তী: শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর নফরগঞ্জ এলাকায়। জানা গেছে, মৃত শিশুর নাম কুন্তল মণ্ডল (৯)। স্কুলে যাওয়ার পথে একটি দ্রুতগতির লরি কুন্তলকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা একটি মাটি কাটার যন্ত্রে আগুন লাগিয়ে দেয়। পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। এলাকায় বেপরোয়া যান চলাচলের জন্য ক্ষোভ উগরে দেন এলাকাবাসীরা।