নিউজ ডেস্ক: বেলজিয়ামে ধৃত পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে দেশে ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ করছে ভারত সরকার। গত ১২ এপ্রিল, শনিবার বেলজিয়াম পুলিশ চোকসিকে গ্রেপ্তার করে। ভারত ইতিমধ্যেই তাঁর প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে। বেলজিয়াম ফেডারেল পাবলিক সার্ভিস অফ জাস্টিসের তরফে জানানো হয়েছে, একটি ভারতীয় আধিকারিকদের দল বেলজিয়ামে রওনা দিচ্ছে। তাঁরা চোকসির প্রত্যর্পণ সংক্রান্ত যাবতীয় আইনি প্রক্রিয়া খতিয়ে দেখবেন এবং বেলজিয়াম প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন।
বেলজিয়াম প্রশাসনের এক মুখপাত্র সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, “মেহুল চোকসিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আপাতত পুলিশি হেফাজতে থাকবেন। তাঁকে আইনি সাহায্য গ্রহণের সুযোগ দেওয়া হবে।” ভারতীয় দলের লক্ষ্য, দ্রুত তাঁকে দেশে ফিরিয়ে আনা এবং নিশ্চিত করা যে তিনি গ্রেফতার অবস্থাতেই থাকেন।
সূত্রের খবর, ভারত সরকার ইতিমধ্যেই একটি আইনি কৌশল তৈরি করেছে যাতে বেলজিয়াম আদালতে প্রমাণ পেশ করে প্রত্যর্পণের প্রক্রিয়ায় সাফল্য পাওয়া যায়। মামলার পরবর্তী শুনানিতে ভারতীয় প্রতিনিধি দল উপস্থিত থাকবে এবং প্রয়োজনীয় দলিল-প্রমাণ জমা দেবে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত মেহুল চোকসির বিরুদ্ধে আর্থিক তছরুপের একাধিক মামলা চলেছে। তিনি ২০১৮ সাল থেকে দেশ থেকে পলাতক। এ বার তাঁকে দেশে ফেরাতে ভারতের তরফে বড়সড় কূটনৈতিক ও আইনি উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত সরকারের বিশ্বাস, চোকসির বিরুদ্ধে মজুত তথ্য ও প্রমাণের ভিত্তিতে বেলজিয়াম আদালত প্রত্যর্পণের অনুমতি দেবে এবং দীর্ঘদিনের এই পলাতক অর্থপাচারকারী অবশেষে ভারতের আইনের আওতায় আসবে।