নিউজ ডেস্ক: আগামী ১৮ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে এই পূর্বাভাস আগামী ১৭ এপ্রিল পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এরপর ১৬ এপ্রিল বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টি প্রত্যাশিত। ১৭ ও ১৮ এপ্রিল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়-বৃষ্টি হতে পারে। এই ঝড়-বৃষ্টির সৌজন্যে তাপমাত্রায় হ্রাস হতে পারে।
অন্যদিকে, পূর্বাভাসে কলকাতায় মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। আজ শহরের আকাশের মুখ থাকতে পারে ভার। কলকাতায় ১৬ এপ্রিল ঝড়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ এপ্রিল ঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৮ এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। আর ১৯ ও ২০ এপ্রিলেও বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে।
তবে পয়লা বৈশাখে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা সেভাবে নেই। যদিও পয়লা বৈশাখের পরের দিন অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলমিটার বেগে ঝোড়ো হাওয়া। বুধে দার্জিলিংএ বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।