নিউজ ডেস্ক: বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উপলক্ষ্যে হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবার সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যমে নববর্ষের শুভেচ্ছায় প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “পয়লা বৈশাখের শুভেচ্ছা। আশা করি, এই বছর আপনাদের সব আকাঙ্খা পূর্ণ হবে।”
প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা-বার্তায় আরও লিখেছেন, “আমি সকলের সাফল্য, সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি। শুভ নববর্ষ।” প্রতিবছরের মতো এই বছরও বাংলা নববর্ষ উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একইসঙ্গে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অনেক রাতে এক্স হ্যান্ডেলে টুইট করে মুখ্যমন্ত্রী বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমের পাতায় লেখেন, “এসো, এসো, এসো হে বৈশাখ। শুভ নববর্ষ ১৪৩২! নতুন বছরের পুণ্য আলোর দ্যুতিতে আলোকিত হোক সকলের জীবন। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ। সবাইকে শুভনন্দন।”
মুখ্যমন্ত্রী অপর একটি টুইটে জানান, ‘আমি বাংলায় গান গাই। ‘বাংলা দিবস’ – এ সকল নাগরিককে জানাই শুভনন্দন এবং ছোট ছোট ভাইবোনেদের জানাই অনেক শুভেচ্ছা। আরও বিকশিত হোক রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতি, আরও সুদৃঢ় হোক রাজ্যবাসীর ভ্রাতৃত্ব-বন্ধন।