কলকাতা: ইলিশ-সহ সামুদ্রিক মাছ প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে মঙ্গলবার থেকে সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি বিধি নিষেধ চালু হয়েছে। আগামী ১৪ জুন পর্যন্ত অর্থাৎ প্রায় দু’মাস সমুদ্রে মাছ ধরতে পারবেন না মৎস্যজীবীরা। পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দফতরের পক্ষ থেকে বিষয়টি ইতিমধ্যেই মৎস্যজীবীদের সংগঠনগুলিকে অবহিত করা হয়েছে।
বিভিন্ন বন্দরে ইতিমধ্যেই চালানো হয় প্রচার। কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথর প্রতিমার বন্দরগুলিতে নোঙর করা হয়েছে সামুদ্রিক ট্রলারগুলি। ইলিশ-সহ সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে ২০১৫ সাল থেকে প্রতিবছরই সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়।