নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হিংসাত্মক ঘটনায় মুখ খুললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একযোগে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে আক্রমণ করেছেন তিনি।
মঙ্গলবার উত্তর প্রদেশের হারদোইয়ে এক জনসভায় যোগী আদিত্যনাথ বলেছেন, “সবাই।এখন চুপ। মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে কংগ্রেস চুপ। সমাজবাদী পার্টি চুপ। তৃণমূল কংগ্রেসও চুপ। তারা একের পর এক হুমকি দিচ্ছে। তারা নির্লজ্জভাবে বাংলাদেশে যা ঘটেছে তা সমর্থন করছে। যদি তারা বাংলাদেশকে পছন্দ করে, তাহলে তাদের সেখানে যাওয়া উচিত। কেন তারা ভারতের মাটির বোঝা হয়ে উঠছে?”
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “বাংলা জ্বলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নীরব। তিনি দাঙ্গাবাজদের ‘শান্তিদূত’ বলছেন। লাতোঁ কে ভূত বাতোঁ সে কাহাঁ মন’নে ওয়ালে হ্যায়? কিন্তু ধর্মনিরপেক্ষতার নামে, এই লোকজন দাঙ্গাবাজদের দাঙ্গা করার জন্য সমস্ত স্বাধীনতা দিয়েছে। গত সপ্তাহ ধরে পুরো মুর্শিদাবাদ আগুনে জ্বলছে। কিন্তু সরকার নীরব। এই ধরনের অরাজকতা দমন করা উচিত।”