নিউজ ডেস্ক: ভারতের আইন শিক্ষায় ঐতিহাসিক মোড় নেওয়ার সম্ভাবনা তৈরি করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি পঙ্কজ মিঠাল। ভোপালের ন্যাশনাল ল’ ইনস্টিটিউট ইউনিভার্সিটি (NLIU)-তে সুপ্রিম কোর্টের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক আইন সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ভারতের প্রাচীন আইনি দর্শন-বেদ, রামায়ণ, মহাভারত, অর্থশাস্ত্র, মনুস্মৃতি ইত্যাদি-আইন শিক্ষায় আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার সময় এসেছে”।
কারন সুপ্রিম কোর্টের বিচারপতি পঙ্কজ মিঠাল মনে করেন, ভারতীয় আইনশিক্ষায় এখন সময় এসেছে নিজেদের শিকড়ে ফিরে যাওয়ার। সে কারনেই তিনি প্রস্তাব দেন, আইন কলেজগুলোতে ‘ধর্ম ও ভারতীয় আইনি ভাবনা’ বা ‘ভারতীয় আইনি দর্শনের ভিত্তি’ নামে একটি নতুন পাঠ্যক্রম চালু করা হোক। যার মাধ্যমে ছাত্রছাত্রীরা জানবে সংবিধান ছাড়াও গীতা, বেদ ও পুরাণ-ভারতের আইনি চিন্তার অংশ।
এ প্রসঙ্গে বিচারপতি মিঠাল বলেন, “আমরা যদি এমন এক প্রজন্ম তৈরি করতে পারি যারা সংবিধান পড়ার সঙ্গে সঙ্গে ‘সমত্ব’ বা ন্যায়ের ধারণা ঋগবেদ বা মহাভারতের আলোকে বোঝে, তাহলে আইন ও নৈতিকতার মধ্যে আর বিভাজন থাকবে না।” আর এই সম্ভবনা যদি সত্যি বাস্তবায়িত হয় তাহলে, বিষয়টি শুধু ইতিহাস বা সংস্কৃতি নয়, বরং আধুনিক সাংবিধানিক দৃষ্টিভঙ্গির সঙ্গে প্রাচীন মূল্যবোধের সংযোগ ঘটাবে।
একইসঙ্গে তিনি এটাও মনে করিয়ে দেন যে, ভারতের ন্যায়বিচারের ইতিহাস ১৯৫০ থেকে শুরু হয়নি, বরং এর শিকড় বহু পুরনো ও গভীরে প্রোথিত। বিচারপতি মিঠালের এই বক্তব্য আইন শিক্ষায় ভারতীয় মূল্যবোধের অন্তর্ভুক্তি নিয়ে নতুন আলোচনা উসকে দিয়েছে। অনেক শিক্ষাবিদ ও বিশেষজ্ঞ ইতিমধ্যেই বিষয়টিকে “ভারতীয় আইনশাস্ত্রের পুনরুজ্জীবন” হিসেবে দেখছেন।