নিউজ ডেস্ক: নয়া ওয়াকফ আইনের বিরোধিতার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। ইসলামিক সংগঠন তো বটেই, বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও একগুচ্ছ মামলা দায়ের হয়েছে। আজ, বুধবার দুপুরে সেই সমস্ত মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, ৭৩ টি মামলা শোনার জন্য তৈরি তিন বিচারপতির বেঞ্চ। রয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথন।
প্রসঙ্গত, চলতি মাসের প্রথম সপ্তাহে সংসদের দুই কক্ষে ওয়াকফ সংশোধনী বিল পাশ করায় কেন্দ্র। প্রায় ২৫ ঘণ্টার বেশি বিতর্কের পর বিলটি পাশ হয়। রাষ্ট্রপতি অনুমোদন দেওয়ার পর বিলটি আইনে পরিণত হয়। গত ৮ এপ্রিল থেকে দেশে কার্যকর হয়েছে ওয়াকফ আইন। ওইদিন এক বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রের তরফে একথা জানানো হয়। ওয়াকফ আইন কার্যকর হলেও এর বিরোধিতায় সরব বিরোধীরা। এআইএমআইএম সুপ্রিমো তথা লোকসভার সাংসদ আসাউদ্দিন ওয়াইসি এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন। ওয়াকফ আইনে সংবিধানের একাধিক অনুচ্ছেদ লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ জানিয়ে একগুচ্ছ আবেদন জমা পড়ে শীর্ষ আদালতে। সেইসব আবেদনেরই এদিন শুনানি হবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীর এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন রাজ্যের বিজেপি বিরোধী দলগুলির নেতাদের তরফেও এ সংক্রান্ত আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে।