নিউজ ডেস্ক: মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) গঠন করল রাজ্য পুলিশ। গতকাল পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম মুর্শিদাবাদের হিংসা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। কাউকে রেয়াত করা হবে না বলেও জানিয়েছিলেন। এরপরই এ দিন এই ঘটনায় সিট গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে সিট গঠন রাজ্য পুলিশের। এই সিটে থাকছেন ন’জন সদস্য।
এই সিটে স্থানীয় জেলাপুলিশ থেকে শুরু করে রাজ্য পুলিশ, এসটিএফ, সিআইডি ও রাজ্যের আইবি (IB) সকলকে মিলে তৈরি হয়েছে। এবার থেকে মুর্শিদাবাদের অশান্তির সমস্ত ঘটনার তদন্ত করবে এই বিশেষ দল। বিশেষ এই তদন্তকারী দলে থাকবেন তিনজন ডেপুটি সুপার ও ছ’জন ইনস্পেক্টর। অশান্তি সংক্রান্ত সব মামলার তদন্ত করবে এই সিট।
উল্লেখ্য, রাজ্য পুলিশ, বিএসএফ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ প্রচেষ্টায় ইতিমধ্যেই মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় শান্তির বাতাবরণ ফিরতে শুরু করেছে। গতকাল – পয়লা বৈশাখে ধুলিয়ানে দোকান, বাজার একটু একটু করে খুলতে থাকে। সেখানে কেনাকাটা করতেও আসেন মানুষজন। যদিও তাঁদের সংখ্যা খুব বেশি ছিল না। এদিকে, যাঁরা আতঙ্কে ঘর ছেড়ে পাশের জেলা মালদায় আশ্রয় নিয়েছিলেন, তাঁদের একটা বড় অংশই এখনও ঘরে ফেরেননি। তাঁদের যাতে ফেরানো যায়, আপ্রাণ সেই চেষ্টা করে যাচ্ছে পুলিশ, বিএসএফ ও আধাসেনা।