নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পেছনে সক্রিয় ভূমিকা রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের! প্রাথমিক তদন্তে জানতে পেরেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানায়, গত ১২ ও ১৩ এপ্রিল ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় যেভাবে হিংসা ছড়ায়, তাতে বাংলাদেশি দুষ্কৃতীদের প্রত্যক্ষ মদত ছিল।
এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর সহ একাধিক জায়গায় চরম উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সেই সঙ্গে বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং মালদহ জেলায় অতিরিক্ত আধা সামরিক বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এএনআই সূত্র বলছে, এই সহিংসতা মূলত হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ ছিল। এই প্রেক্ষিতে, কেন্দ্রীয় সরকার রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছে। জানতে চাওয়া হয়েছে, কীভাবে এত বড় হিংসাত্মক ঘটনা ঘটল এবং কেন রাজ্য প্রশাসন সাধারণ মানুষের জানমাল রক্ষায় ব্যর্থ হল।
পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছে কেন্দ্র। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও কড়া পদক্ষেপের দাবিও জানিয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশ ও তার জেরে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র এবার রাজ্যের প্রতিক্রিয়ার অপেক্ষায়।