নিউজ ডেস্ক: ওয়াকফ শুনানির মাঝে বাংলার অন্দরে ‘ঝাঁঝ বাড়ানো’ অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের। দিন কয়েক ধরেই ওয়াকফ আন্দোলন ঘিরে মালদা, মুর্শিদাবাদ, হুগলি, ভাঙড়-সহ বাংলার বেশ কিছু জেলায় যে অচলাবস্থা তৈরি হয়েছিল, এদিন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।
উল্লেখ্য, বাংলার অন্দরে ওয়াকফ ঘিরে চাপানউতোর কম নয়। গত সপ্তাহ থেকে দফায় দফায় রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়েছে উত্তেজনা। মুর্শিদাবাদের অশান্তির প্রকোপে ঘরছাড়া হয়েছে ৫০০টির উপর পরিবার। পুলিশ সূত্রে খবর, অশান্তির জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তিন জনের। গ্রেফতার হয়েছে শতাধিক। এ প্রসঙ্গে বুধবার ওয়াকফ-শুনানি পর্বে প্রধান বিচারপতি বলেন, ”আদালতে যখন বিষয়টি বিচারাধীন, সেই সময় এই ধরনের হিংসার ঘটনা অবাঞ্ছনীয় এবং উদ্বেগজনক। এরকমটা হওয়া একেবারেই কাম্য নয়।” একই ভাবে, সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ”তারা ভাবছে অশান্তির মাধ্যমে তারা সিস্টেমের উপর চাপ তৈরি করবে।”
তবে ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে একগুচ্ছ আবেদনের শুনানিতে কোনও অন্তর্বর্তী রায় বা নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট। আগামিকাল, বৃহস্পতিবার ফের শুনানির দিন ধার্য করেছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনকে গঠিত তিন সদস্যের বেঞ্চ। ১৭ এপ্রিল, দুপুর ২টোয় পরবর্তী শুনানি হবে।