কলকাতা: দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সাময়িক ভাবে এই ঝড়-বৃষ্টির ফলে গরমের হাত থেকে রেহাই মিলতে পারে, অল্পবিস্তর কমতে পারে তাপমাত্রাও। প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত ভাবে অল্পবিস্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১৮ এপ্রিল পর্যন্ত।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত, এটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। এ ছাড়া আরও একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত। তা গিয়েছে ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। এর ফলে বাতাস অনুকূল থাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়ার কোথাও কোথাও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বাকি জেলাগুলিতে ঝড় হলে হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। সঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি।
বৃহস্পতির পর শুক্রবার ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দু’একটি জায়গায়। এরপর শনিবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে। এরপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।