নিউজ ডেস্ক: বুধের পর বৃহস্পতিবারও ফের ট্রেন অবরোধ শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে। অভিযোগ, ট্রেনে মহিলা কামরা বাড়ানো হলেও মোট কামরার সংখ্যা বাড়েনি। যার জেরে সমস্যায় পড়ছেন পুরুষ যাত্রীরা।
জানা গিয়েছে, এদিন সকাল পৌনে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত উত্তর রাধানগর স্টেশনে স্থানীয় যাত্রীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখান। এর ফলে শিয়ালদহের দক্ষিণ শাখার আপ এবং ডাউন লাইনে সমস্ত ট্রেন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। দিনের শুরুতেই এই ঘটনায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ, বিশেষত অফিসযাত্রী এবং স্কুল-কলেজের পড়ুয়ারা।
সম্প্রতি রেলের তরফে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেনে মহিলা কামরা সংখ্যা বাড়ানো হয়েছে। অথচ মোট কামরার সংখ্যা বাড়েনি। তাই ট্রেনে বগির সংখ্যা বাড়ানো এবং দু’টি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান কমানোর দাবিতে এদিন সকাল থেকে ডায়মন্ড হারবার-শিয়ালদহ লাইনের উত্তর রাধানগর স্টেশনে বিক্ষোভ শুরু করেন যাত্রীরা। ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল সাময়িকের জন্য বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, এই একই দাবিতে বুধবারও দক্ষিণ বারাসাত, মথুরাপুর-সহ একাধিক স্টেশনে রেল অবরোধের ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবার আবার রেল অবরোধের পথে হাঁটেন নিত্যযাত্রীদের একাংশ। তবে রেলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেওয়া হয়নি। ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়ে যাত্রীরা জানিয়েছেন, যত দিন না যাত্রীদের দাবিদাওয়ায় সাড়া দেওয়া হচ্ছে, তত দিন তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।