নিউজ ডেস্ক: পহেলগামে নৃশংস জঙ্গি হামলার ১১ দিনের মাথায় শিরডির সাঁই বাবা মন্দিরে হামলার হুমকি। শুক্রবার সকালে বোমা মেরে মন্দির উড়িয়ে দেওয়া হবে বলে ইমেল আসে। তার পরপরই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর। জানা গিয়েছে, এক অজ্ঞাত পরিচয় ইমেল আইডি থেকে হুমকি মেল আসে। তাতে মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ইমেল পেতেই পুলিশে খবর দেওয়া হয়। ছড়ায় আতঙ্কও। মন্দিরের নিরাপত্তা আধিকারিক রোহিদাস মালি শিরডি থানায় অভিযোগ দায়ের করেছেন।
বাড়ানো হল নিরাপত্তা
ইতিমধ্যেই মন্দিরে আগত ভক্তদের স্ক্রিনিং করা হচ্ছে। সিসিটিভির উপরও নজর রাখা হচ্ছে। সন্দেহভাজন গতিবিধির উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। পুলিশ সতর্ক হয়েছে। কে, কোথা থেকে হুমকি ইমেলটি পাঠিয়েছে, তার উৎস খোঁজার চেষ্টা করছে পুলিশ। তবে ইমেলে আর কী লেখা ছিল, তা জানাতে নারাজ পুলিশ। বলা হয়েছে, যে কোনও রকম সন্দেহজনক গতিবিধি দেখলেই পদক্ষেপ করা হবে। প্রসঙ্গত, এর আগেও শিরডি সাই বাবা মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল। তবে অধিকাংশই ভুয়ো হুমকি হিসাবেই তা প্রমাণিত হয়েছে। কিন্তু পহেলগাঁও জঙ্গি হামলার আবহে এই হুমকি ইমেলকে হালকা চালে দেখা হচ্ছে না।
তবে ইমেলের মাধ্যমে মন্দির উড়িয়ে দেওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও রাম মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, ইসকন মন্দির সহ একাধিক মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে।
রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি
এ বছর পর পর দুবার রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি আসে। প্রথমটি আসে মার্চ মাসে। সে সময় রাম মন্দির উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করার অভিযোগে এক ১৯ বছরের যুবককে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। তবে এই ঘটনার এক মাসের ব্যবধানে ফের অযোধ্যার রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। সেসময়, শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের কাছে একটি হুমকি মেল আসে, যাতে বলা হয়, মন্দিরে বিস্ফোরণ ঘটানো হবে।
প্রাথমিক তদন্ত করে পুলিশ জানতে পেরেছিল, তামিলনাড়ু থেকে ওই ইমেল পাঠানো হয়েছে। তবে কে মেল পাঠিয়েছে, ঠিক কখন পাঠানো হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। রাম মন্দির কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে চায়নি। তবে স্থানীয় সূত্রে খবর, রাম মন্দির চত্বরে নিরাপত্তা আগের থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে।
ইসকন মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি
গতবছর তিরুপতির ইসকন মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল। হুমকি আসার পরেই পুলিশের কাছে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। সেই অভিযোগপত্রে দাবি করা হয়েছিল, পাকিস্তানের জঙ্গি সংগঠন ISIS সন্ত্রাসীরা মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এই ইমেল পাওয়ার পরই আতঙ্ক ছড়ায় মন্দিরটিতে। তবে তিরুপতি পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং তল্লাশি চালায়। নিয়ে আসা হয় বোম স্কোয়াড এবং স্লিফার ডগও। যদিও মন্দির চত্বর থেকে কোনও বিস্ফোরকের সন্ধান পাওয়া যায়নি।
কাশী বিশ্বনাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি
মন্দির উড়িয়ে দেওয়ার ঘটনার তালিকা থেকে বাদ পড়েনি বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরও। একবার, দুবার নয় এই মন্দির উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনা একাধিকবার শোনা গেছে। বিভিন্ন সময়, লস্কর-ই-তৈবা (LET) নামক একটি সন্ত্রাসী সংগঠনের নাম করে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।