ভারতের জবাবে নাজেহাল পাকিস্তান-
সন্ত্রাসী হামলার বদলা নিতে জঙ্গি ঘাটিতে প্রত্যাঘাত ভারতের।
‘যাত্রীবাহী বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তান’, জানালেন ভারতীয় সেনা।
তুরস্কের ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে পাকিস্তান।
অনুপ্রবেশকারী ৭ জৈশ জঙ্গি নিহত।
অমৃতসরে পাক বোমা নিষ্ক্রিয়, ভারতীয় সেনার।
পালালো দাউদ, লুকোলো ছোটা শাকিল।
ভারতকে বিভ্রান্ত করতে ড্রোন কৌশলও ব্যর্থ। ৫০০ পাক ড্রোনের বেশিরভাগ ধ্বংস করল ভারত।
ভারতের ৩৬ টি জায়গায় আকাশ সীমা লঙ্ঘনের চেষ্টা।
অন্তত ২০০ বার ভারতে ধোকার চেষ্টা পাক যুদ্ধবিমানের। ‘সুদর্শন’-এর চক্রব্যূহে ধ্বংস ৫০ ড্রোন।
মন্দির, গুরুদ্বারা, চার্জ কেও টার্গেট করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।
ভারতকে আটকাতে জঙ্গিদের মতো নিরীহতের ঢাল করছে পাকিস্তান।
করাচি-লাহোরের মধ্যে বিমান চলাচল বন্ধ না করে, ঢাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তান।
ভারতীয় সেনা ঠিকানায় হামলা চালানোর চেষ্টা চালিয়েছে পাকিস্তান।
ভারতের জবাবে প্রচুর ক্ষয়ক্ষতি পাকসেনার।
“মাদ্রাসার ছাত্ররাই পাকিস্তানের সেকেন্ড লাইন অফ ডিফেন্স “, মন্তব্য খোদ পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের।
এবার পড়ুয়া-পোশাকে জঙ্গিরাই পাকিস্তানের সেকেন্ড ডিফেন্স লাইন।