অপারেশন সিঁদুর এখনও জারি, জানিয়ে দিল বায়ুসেনা, বড় বিবৃতি IAF-এর।
জল্পনার মধ্যেই ভারতীয় বায়ুসেনা জানিয়ে দিল অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই জারি আছে।
শনিবার বিকাল ৫টায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি ঘোষণা করে আমেরিকা। কিছু পরে দুদেশের বিদেশমন্ত্রকের তরফেও বিবৃতি দিয়ে যুদ্ধবিরতির কথা ঘোষণা করা হয়। কিন্তু তিন ঘণ্টা কাটতে না কাটতেই সীমান্তে ফের নির্লজ্জের মতো গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। এমনকী জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় ড্রোন হামলাও করা হয়। যার যোগ্য জবাব দেয় ভারতও। কিন্তু সেই হামলার কথা বেমালুম অস্বীকার করে নির্লজ্জ পাকিস্তানের দাবি, ভারতীয় সেনাই সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে। এই পরিস্থিতি ফের প্রত্যাঘাতের দাবি উঠছে দেশজুড়ে। এরই মধ্যে বায়ুসেনার তরফে জানান হল, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি।
ভারত পাক সংঘাতের আবহে ব্রহ্মোসের নতুন ইউনিট।
যৌথভাবে ক্ষেপণাস্ত্র তৈরি করবে ভারত-রাশিয়া।
কারখানা তৈরিতে খরচ হয়েছে ৩০০ কোটি।
মাত্র ৪০ মাসে ব্রহ্মোসের নতুন প্রোডাকশন ইউনিট তৈরি হয়েছে।
বছরে ৮০-১০০টি ক্ষেপণাস্ত্র তৈরীর লক্ষ্যমাত্রা।
লখনউয়ে ব্রহ্মোসের নতুন ইউনিটের উদ্বোধন। ভার্চুয়ালি কারখানা উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী।
যে কোনও পরিস্থিতির জন্য তৈরি দেশ : রাজনাথ সিং
দেশের কোন কাজ আটকে থাকবে না : রাজনাথ সিং
জাতীয় উদ্দেশ্য সাধনে সফল দায়িত্ব পালন: বায়ু সেনা
তিনি বললেন, ‘আজ দেশের জন্য ঐতিহাসিক দিন, আজকের দিনে পোখরানে পরমাণু অস্ত্র পরীক্ষা হয়েছিল’।
পেহেলগাও হামলার পর কোথায় লুকিয়ে হামলাকারীরা?
জঙ্গিদের খোঁজে তল্লাশি গোয়েন্দা আধিকারিকদের। স্টেট ইনভেস্টিগেশন এজেন্সির আধিকারীকদের তল্লাশি। সোপিয়ান, অনন্তনাগ, কুলগ্রামে জোরদার তল্লাশি।
ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির মাঝে ফের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী
রবিবার ফের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির মাঝে তিন বাহিনীর প্রধান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করছেন তিনি। এই নিয়ে পরপর তিনদিনে তিনবার বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী মোদী।
জঙ্গি নাশকতার ছক বানচাল করে দিল বিএসএফ, পঞ্জাবে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
বেইমান পাকিস্তানের ষড়যন্ত্র বন্ধ হচ্ছে না। ৩ ঘণ্টার মধ্যেই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। তার মধ্যেই বড় হামলার ছক ভেস্তে দিল বিএসএফ। পঞ্জাবের অমৃতসর থেকে উদ্ধার করেছে বিপুল পরিমাণ অস্ত্র ও আরডিএক্স।
বিএসএফ-এর অনুমান, এত পরিমাণ আগ্নেয়াস্ত্র ড্রোনের মাধ্যমে ভারতে ঢুকিয়ে জঙ্গি নাশকতার পরিকল্পনা করেছিল। রবিবার পঞ্জাব পুলিশ ও বিএসএফ যৌথ তল্লাশি অভিযানে শেখ ভাটি গ্রাম থেকে ২.৭ কেজি বিস্ফোরক, ২টো হ্যান্ড গ্রেনেড, ২ ডিটোনেটর, ২টো পিস্তল, ৪ ম্যাগাজিন এবং আইইডি সার্কিট উদ্ধার করে।
থমথমে রাজৌরি-পুঞ্চ
কথা ছিল সংঘর্ষ বিরতির। সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ফের শনিবার রাতে হামলা চালিয়েছে পাকিস্তান। জম্মু-কাশ্মীরের আকাশে ঝাঁকে ঝাঁকে ড্রোন উড়তে দেখা গিয়েছে। সেই সব ড্রোন ধ্বংস করেছে ভারতীয় সেনা। আজ সকালে অনেকটাই স্বাভাবিক জম্মু-কাশ্মীর। এখন আর সাইরেন বাজছে না। তবুও থমথমে পরিবেশ। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত।
‘পহেলগাঁও হামলার পর সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল ভারতের’, চিনকে স্পষ্ট বার্তা ডোভালের
‘যুদ্ধ ভারতের পথ নয়। কিন্তু, পহেলগাঁও হামলার পর সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়ে পড়েছিল ভারতের।’ চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে কথোপকথনের সময় স্পষ্ট জানিয়ে দিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। চিনের সরকার-পোষিত সংবাদ এজেন্সি Xinhua সূত্রের খবর। অন্যদিকে, চিনের বিদেশমন্ত্রী বলেন, নয়াদিল্লি ও ইসলামাবাদ নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে বিরোধিতা মিটিয়ে নেবে এবং সংঘর্ষবিরতি জারি থাকবে বলে তিনি আশা করেন। এর পাশাপাশি তিনি গত ২২ এপ্রিল ঘটে যাওয়া পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করেন। অন্যদিকে, পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী মহম্মদ ঈশাক দারের সঙ্গেও কথা বলেন ওয়াং।