‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সীমান্তে সংঘর্ষবিরতির মধ্যেও পাকিস্তান সেনার ধারাবাহিক হামলার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কোনও ঘোষণা করতে চলেছেন বলে মনে করা হচ্ছে।
কী নিয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী?
ভারত-পাক যুদ্ধ আবহে অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে বলতে পারেন তিনি। আবার সন্ত্রাসের বিরুদ্ধে বড়সড় কোনও পদক্ষেপের ঘোষণাও করতে পারেন মোদি। সাম্প্রতিক পরিস্থিতিতে অনেক সম্ভাবনাই দেখা যাচ্ছে।তাই আজ রাত ৮টার দিকে নজর সকলের।
আজ কিছুক্ষণ আগেই ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ নিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করেছে। যেখানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি পরিকাঠামোর উপর ভারতের সমন্বিত সামরিক প্রত্যাঘাতের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে।
সাংবাদিক বৈঠকে ডিজিএমও রাজীব ঘাই
সাংবাদিক বৈঠকে বসলেন ডিজিএমও রাজীব ঘাই। উপস্থিত তিন বাহিনীর শীর্ষকর্তারা। সফল অপারেশন সম্পর্কে বলছেন এয়ার মার্শাল এ কে ভারতী। তিনি বলেন, “আমাদের লড়াই ছিল জঙ্গিদের বিরুদ্ধে। পাকিস্তানের সেনার সঙ্গে নয়। কিন্তু পাক সেনা জঙ্গিদের হয়ে ময়দানে নামে।”
পাকিস্তানের পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছিল: ডিজিএমও
পাকিস্তানের পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছিল। আমরা যেহেতু লাইন অব কন্ট্রোল পার না করেই আঘাত করেছিলাম। ভেবেছিলাম পাকিস্তানও বর্ডারের ওপার থেকেই হামলা করবে। তাই এয়ার ডিফেন্স জোরদার করা হয়েছিল: ডিজিএমও।
পাকিস্তান পরপর আমাদের বায়ুসেনাঘাঁটিতে হামলা করার চেষ্টা করেছিল। কিন্তু ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার কাছে হার মানতে হয়: ডিজিএমও।
পাকিস্তানের যা কিছু ক্ষতি হয়েছে, তার জন্য ওরা নিজেরাই দায়ী: এয়ার মার্শাল
আফশোস এটাই যে পাক সেনা জঙ্গিদের পাশে দাঁড়ানোটাই উচিত বলে মনে করল। এই লড়াইতে তারা নিজেরাই ময়দানে নামল। আজ পাকিস্তানের যা কিছু ক্ষতি হয়েছে, তার জন্য ওরা নিজেরাই দায়ী: এয়ার মার্শাল।
মাল্টি লেয়ার এয়ার ডিফেন্সের কথা বললেন এয়ার মার্শাল
মাল্টি লেয়ার এয়ার ডিফেন্সের ব্যবস্থা ছিল ভারতে। লো লেভেল গান থেকে শুরু করে সারফেস টু এয়ার মিসাইল ছিল। এয়ার কমান্ড ও কন্ট্রোল সিস্টেম কাজ করেছে। এয়ার মার্শাল।