নিউজ ডেস্ক: একেই বোধহয় বলে স্টেপ আউট করে ছক্কা। আগাম কোনও খবর না দিয়েই আচমকা পঞ্জাবের আদমপুরের বায়ুসেনা ঘাঁটি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সেখানে এসে বায়ুসেনার জওয়ানদের সঙ্গে বলেছেন তিনি। সেনাবাহিনীর সঙ্গে আলাপচারিতায় জওয়ানদের সাহসিকতা ও অটল নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী।
কেন আদমপুর সফর মোদীর?
পাকিস্তানকে হাতে কলমে শিক্ষা দিতেই এই সফর প্রধানমন্ত্রীর। সারা বিশ্বের কাছে পাকিস্তানের প্রকৃত ছবিটা তুলে ধরতেই তাঁর এই পঞ্জাব সফর। ভারতের অপারেশন সিঁদুরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে যাওয়ার পর ভারতকে নিশানা করে পাকিস্তান। হামলার চেষ্টা চালায় আদমপুরে। পাক সংবাদমাধ্যমে দাবি করা হয়, আদমপুরে থাকা ভারতের এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম নাকি গুঁড়িয়ে দিয়েছে পাক সেনা।
মিথ্যায় চপেটাঘাত মোদীর
পাকিস্তান এভাবে যে মিথ্যা প্রচার করতে পারে, তা বুঝতে পেরেছে সারা বিশ্বও। এই অপপ্রচারের জবাব দিতেই এদিন আদমপুরে পৌঁছে যান প্রধানমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি এস-৪০০ এয়ার ডিফেন্সের লঞ্চারের সামনে দাঁড়িয়ে থাকার ছবি পোস্ট করেছেন। সেখানে মোদী লিখেছেন, , ‘মঙ্গলবার সকালে আদমপুরের বায়ুসেনা ঘাঁটিতে গিয়েছিলাম। আমাদের বাহাদুর জওয়ানদের সঙ্গে দেখা করলাম। যাঁরা পাকিস্তানের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে, বাহাদুরির সঙ্গে লড়াই করেছে, তাঁদের সঙ্গে সাক্ষাৎ আমার কাছে এক বিশেষ অভিজ্ঞতা। সেনাবাহিনীর প্রতি গোটা দেশ কৃতজ্ঞ। তারা দেশের সুরক্ষার জন্য সর্বদা প্রস্তুত।’
পাক হামলা ব্যর্থ
ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের পর এই আদমপুর বায়ুসেনাঘাঁটিতেই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বায়ুসেনার তৎপরতায় সেই হামলা প্রতিহত করা হয়েছিল। শুধু আদমপুর বায়ুসেনাঘাঁটিই নয়, আরও অনেক বায়ুসেনাঘাঁটিতে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। সবকটাই রুখে দিতে সমর্থ হয়েছে ভারতের সুদর্শন চক্র। কিন্তু হামলা ব্যর্থ হলেও অপপ্রচারে নামে পাকিস্তান। কোনও ছবি দেখাতে পারেনি তারা। শুধু পাক প্রধানমন্ত্রী প্রচার করেন, এটা তাঁদের জয়। সারা বিশ্বের কাছেই এভাবে নিজেদের তাঁরা হাস্যাস্পদ করে তোলেন। আর প্রধানমন্ত্রী মোদির এদিনের ছবির পর পাকিস্তানের নগ্ন চেহারাই ফুটে উঠেছে।
সেনা বাহিনীর প্রশংসা প্রধানমন্ত্রীর
সোমবার জাতির উদ্দেশে ভাষণে তিন বাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আপনারা আমাদের শক্তি। আপনাদের বিশ্বাস এবং সমর্থনের কারণেই আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের সেনাবাহিনী প্রতিটি মুহূর্তে আপনাদের নিরাপত্তার জন্য প্রস্তুত।’ তিনি জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘আমরা শান্তি ফিরিয়ে আনব। পহেলগাঁওয়ের মতো ঘটনা আর ঘটতে দেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘আমি আমার দেশবাসী এবং সেনা বাহিনীকে প্রণাম জানাই এবং সর্বোপরি দেশমাতৃকাকে প্রণাম জানাই।’
বুদ্ধ পূর্ণিমায় পাকিস্তানকে বার্তা
২২ এপ্রিলের পহেলগাঁও হত্যাকাণ্ডের জবাবে ৭ মে পাকিস্তানের পঞ্জাব প্রদেশ এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়েছিল ভারতীয় সেনা। তার পর প্রথমবার প্রকাশ্যে বক্তৃতা করলেন মোদী। বুদ্ধপূর্ণিমায় জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেন, ‘‘এই যুগ যুদ্ধের নয়। কিন্তু এই যুগ সন্ত্রাসেরও নয়। সন্ত্রাস এবং আলোচনা এক সঙ্গে হতে পারে না। সন্ত্রাস এবং বাণিজ্য এক সঙ্গে চলতে পারে না। রক্ত এবং জল এক সঙ্গে বইতে পারে না।’’ এ ক্ষেত্রে ‘জল’ প্রসঙ্গ তুলে তিনি কৌশলে সিন্ধু চুক্তি নিয়ে ভারতের অবস্থান বিশ্বের কাছে তুলে ধরেছেন।
পরমাণু হুমকি বরদাস্ত নয়…
নিউক্লিয়ার ব্ল্যাকমেল বরদাস্ত করবে না ভারত। কোনও হুমকিকে পরোয়া না করেই যোগ্য জবাব দেওয়া হবে পাকিস্তানকে। জাতির উদ্দেশে ভাষণে একথাও স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এই পরমাণু আতঙ্ক নিয়েই বিশ্বের বহু দেশের কাছে ঘুরেছে ইসলামাবাদ। দয়া ভিক্ষা করেছে। বাঁচার রাস্তা খুঁজেছে। কিন্তু সন্ত্রাসে মদত দিয়ে চললে, এভাবে যে বাঁচা যাবে না, সেকথাও পাকিস্তানের কানে ঢুকিয়ে দিয়েছেন মোদী।
মোদীর খবর সারা বিশ্বে
পাকিস্তানকে প্রধানমন্ত্রী মোদী যে কড়া ভাষায় বার্তা দিয়েছেন, তা প্রকাশিত হয়েছে বিশ্বের সব দেশেই। মোদীর বিবৃতি তুলে ধরে ওয়াশিংটন পোস্ট লিখেছে, ভারত অপারেশন সিঁদুর বন্ধ করেনি, স্থগিত রেখেছে মাত্র। ভবিষ্যতে কোনও সন্ত্রাস হামলা হলে ফের প্রত্যাঘাত করা হবে।
পরমাণু হুমকির কথা তুলে ধরে ব্রিটেনের পত্রিকা দ্য গার্ডিয়ান লিখেছে, নিউক্লিয়ার ব্ল্যাকমেল আর বরদাস্ত করবে না ভারত।
মোদীকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে , এটা যেমন যুদ্ধের যুগ নয়, তেমনি সন্ত্রাসেরও যুগ নয়। রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না।
জাপান টাইমস লিখেছে, অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক নতুন ইয়ার্ড স্টিক হয়ে দাঁড়িয়েছে, এটাই নিউ নর্ম্যাল। মোদীকে উদ্ধৃত করে পাকিস্তানকে সতর্ক থাকার বার্তাও তুলে ধরেছে তারা।
পাকিস্তানের সামা টিভির খবর, মোদী আবার হুমকি দিয়েছেন যুদ্ধের। বলেছেন, অপারেশন বন্ধ হয়নি স্থগিত হয়েছে।
নতুন রূপে বুদ্ধের দেশ
একদিকে শান্তির বার্তা। অন্যদিকে দুষ্টের বিনাশ। শ্রীকৃষ্ণ থেকে বুদ্ধ, যুগে যুগে যে বার্তা ছড়িয়ে পড়েছে ভারতের আকাশে বাতাসে, সেই বার্তাই নতুন করে আবার শুনিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। এই বার্তা শুধু পাকিস্তানকে নয়, তাদের দোসরদেরও। সন্ত্রাসবাদ নিয়ে যারা দ্বিচারিতা করবে, তাদেরই জবাব দেবে ভারত। ভারতের সত্যের পথে তারা কোনও দিন দেওয়াল তুলতে পারবে না। ফলে অপারেশন সিঁদুরে ভারত শুধু পাকিস্তানকেই জবাব দেয়নি, তার মিথ্যাচারকেও সামনে এনেছেন প্রধানমন্ত্রী।