নিউজ ডেস্ক: ভারতের ছাত্র রাজনীতির ইতিহাসে একটি বিশিষ্ট নাম হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। এই সংগঠন শুধুমাত্র কলেজ ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সময়ের সঙ্গে সঙ্গে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে শক্তিশালী মতাদর্শ এবং নেতৃত্ব গঠনের কারখানায় পরিণত হয়েছে। স্বাধীনতা-পরবর্তী ভারতবর্ষে ছাত্র রাজনীতির অন্যতম মুখ হিসেবে ABVP কিভাবে গড়ে উঠল, কাদের নেতৃত্বে তা বিকশিত হল, কী কী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং আজকের প্রজন্মের চোখে এর প্রাসঙ্গিকতা কী — তা নিয়েই এই লেখার বিস্তৃত পর্যালোচনা।
উৎপত্তি ও বিকাশ: ABVP-এর সংক্ষিপ্ত ইতিহাস
স্থাপনা: ABVP প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে মুম্বইতে। এটি মূলত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর ছাত্র শাখা হিসেবে গড়ে ওঠে, যদিও সংগঠনটি নিজেকে একটি “স্বতন্ত্র ছাত্র সংগঠন” বলে দাবি করে। ১৯৫৮ সালে যশবন্ত রাও যোশীর নেতৃত্বে সংগঠনটি গোটা দেশে ছড়িয়ে পড়া শুরু করে।
উদ্দেশ্য: ABVP-এর মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, এবং ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করা। সময়ের সঙ্গে সংগঠনটি রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠে এবং ভারতের রাজনৈতিক ইতিহাসে একাধিক নেতা তৈরি করে।
বর্তমানে: বর্তমানে ABVP ভারতজুড়ে লক্ষাধিক সদস্য ও হাজার হাজার ইউনিট নিয়ে ভারতের বৃহত্তম ছাত্র সংগঠনগুলোর একটি। তাদের প্রভাব ক্যাম্পাস রাজনীতি ছাড়িয়ে সংসদীয় রাজনীতিতেও স্পষ্ট।
ABVP-এর নেতৃত্ব থেকে জাতীয় ও আঞ্চলিক রাজনীতির মঞ্চে উঠে আসা ব্যক্তিত্বরা
ABVP কেবল ছাত্র রাজনীতির সীমায় থেমে থাকেনি; বরং বহু নেতার রাজনৈতিক ক্যারিয়ারের সূচনা হয়েছে এখান থেকেই। নিচে এমন কয়েকজন বিশিষ্ট নেতার নাম ও সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হল:
1. অমিত শাহ
বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ছাত্রজীবনে ABVP-র সক্রিয় সদস্য ছিলেন। সংগঠক হিসেবেই তার রাজনৈতিক যাত্রা শুরু।
2. অরুণ জেটলি (প্রয়াত)
প্রাক্তন অর্থমন্ত্রী। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ABVP-এর হয়ে ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। জরুরি অবস্থায় জেল খাটেন।
3. রবিশঙ্কর প্রসাদ
প্রাক্তন আইনমন্ত্রী। পাটনা বিশ্ববিদ্যালয়ের ABVP নেতা হিসেবে উঠে আসেন।
4. নির্মলা সীতারামন
বর্তমান অর্থমন্ত্রী। ছাত্রজীবনে ABVP-র সঙ্গে যুক্ত ছিলেন।
5. জে.পি. নাড্ডা
বর্তমান বিজেপি সর্বভারতীয় সভাপতি। হিমাচল প্রদেশে ABVP থেকেই নেতৃত্বের সূচনা।
6. ধর্মেন্দ্র প্রধান
বর্তমানে শিক্ষামন্ত্রী। ওডিশায় ABVP-র সংগঠক ছিলেন।
7. বসরাজ বোম্মাই
কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ABVP থেকেই রাজনৈতিক জীবন শুরু।
8. দিলীপ ঘোষ
পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। ছাত্রজীবনে ABVP ও পরে RSS-এর ঘনিষ্ঠ।
এছাড়া হরিন পাঠক, বিজয় গোয়েল, সুব্রহ্মণ্যম স্বামী-র মতো আরও অনেকে ছাত্র রাজনীতির হাত ধরে জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছেন।
উল্লেখযোগ্য আন্দোলন ও ক্যাম্পেইন: প্রতিবাদের রাজনীতি
ABVP কেবল একটি সাংগঠনিক শক্তি নয়, এটি বহু ছাত্র আন্দোলনের পুরোভাগে থেকেছে। নিচে কিছু উল্লেখযোগ্য আন্দোলন ও ক্যাম্পেইন তুলে ধরা হল:
1. JNU-তে দেশদ্রোহ বিতর্ক (২০১৬)
JNU-তে ‘দেশবিরোধী’ স্লোগানের বিরুদ্ধে ABVP সরব হয়। কনহাইয়া কুমারের গ্রেফতারিকে কেন্দ্র করে সংগঠনটি দেশজুড়ে প্রতিবাদ সংগঠিত করে। ‘Desh Ke Gaddaron Ko…’ ধাঁচে প্রচার চলে।
2. DU-তে রামজস কলেজ বিতর্ক (২০১৭)
উমর খালিদ ও শেহলা রশিদের আমন্ত্রণ ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ে ABVP ও AISA। ABVP ‘Anti-India’ ভাবধারার বিরুদ্ধে #SpeakForIndia ক্যাম্পেইন চালু করে।
3. BHU-তে ছাত্রী নিরাপত্তা আন্দোলন (২০১৭)
শ্লীলতাহানির প্রতিবাদে ছাত্রীদের আন্দোলনে ABVP পাশে দাঁড়ায়। ‘Mission Sahasi’ আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু করে।
4. Fee Hike আন্দোলন (২০১৯-২০)
JNU-সহ বিভিন্ন ক্যাম্পাসে হোস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্র আন্দোলনে ABVP অংশ নেয়। যদিও তাদের অবস্থান কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল, পরে ‘ব্যবহারিক পুনর্বিন্যাস’-এর দাবি তোলে।
5. Anti-Naxal ক্যাম্পেইন
বিশ্ববিদ্যালয়ে ‘Urban Naxal’ প্রভাবের বিরুদ্ধে ABVP দেশজুড়ে আন্দোলন চালায়। ‘#CampusWithNation’ ক্যাম্পেইনের সূচনা করে।
6. CAA/NRC সমর্থনে প্রচার (২০১৯-২০)
ABVP CAA-এর সমর্থনে দেশজুড়ে মিছিল ও সভা করে। ‘CAA is not Anti-Constitution’ প্রচারে অংশ নেয়।
7. #SpeakForIndia ক্যাম্পেইন
ছাত্রদের মধ্যে জাতীয়তাবাদ, বিতর্ক ও সচেতনতার প্রসার ঘটানোর লক্ষ্য। সারা দেশে শতাধিক বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতা চালু রয়েছে।
আজকের প্রজন্মের চোখে ABVP-এর প্রাসঙ্গিকতা
সময় বদলেছে, ছাত্রদের চাহিদাও বদলেছে। প্রশ্ন উঠছে — আজকের শিক্ষার্থীরা কীভাবে দেখছে ABVP-কে?
1. আদর্শ বনাম বাস্তবতা
ABVP এখনও জাতীয়তাবাদ, ভারতীয় সংস্কৃতি ও শৃঙ্খলার কথা বলে। কিন্তু কিছু শিক্ষার্থী এটিকে মুক্ত চিন্তার পরিপন্থী বলে মনে করে। অন্যদিকে, যারা স্থিতিশীলতা ও ঐতিহ্যে বিশ্বাসী, তাদের কাছে ABVP এখনও গ্রহণযোগ্য।
2. ডিজিটাল ক্যাম্পেইন ও সোশ্যাল মিডিয়া উপস্থিতি
ABVP #SpeakForIndia, #CampusWithNation-এর মতো হ্যাশট্যাগ ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে তরুণদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। তবে মাঠ পর্যায়ে যোগাযোগের ঘাটতি অনেক সময় প্রশ্নের মুখে ফেলে সংগঠনটিকে।
3. বিতর্কিত অবস্থান ও দ্বিধাগ্রস্ত ছাত্রসমাজ
Fee Hike, UAPA, CAA ইস্যুতে সরকারের পাশে দাঁড়িয়ে ABVP অনেক সময় ছাত্রদের বাস্তব সমস্যাকে উপেক্ষা করেছে বলে অভিযোগ রয়েছে। এতে প্রগতিশীল শিক্ষার্থীরা দূরত্ব তৈরি করেছে।
4. ক্যাম্পাস রাজনীতির ভবিষ্যৎ
মানসিক স্বাস্থ্য, জেন্ডার ইকুইটি, টেকসই শিক্ষা — এইসব বিষয় আজকের ছাত্রদের কাছে প্রাসঙ্গিক। ABVP যদি এই বিষয়গুলোতে উদার অবস্থান নেয়, তাহলে ভবিষ্যতেও তাদের ভূমিকা জোরালো থাকবে।
উপসংহার: ABVP — একাধারে শক্তি ও বিতর্কের কেন্দ্র
ABVP ভারতের ছাত্র রাজনীতির এমন একটি সংগঠন, যা আদর্শ, নেতৃত্ব এবং সংগঠনের পাঠশালা হিসেবে প্রতিষ্ঠিত। বহু জাতীয় নেতা এখান থেকেই উঠে এসেছেন। একই সঙ্গে এই সংগঠন রাজনৈতিকভাবে ক্ষমতাসীন শক্তির অঙ্গ হওয়ায় বিরুদ্ধমত ও ছাত্রস্বার্থের প্রশ্নে অনেক সময় বিতর্কের কেন্দ্রে থেকেছে।
আজকের প্রজন্মের চোখে ABVP একাধারে আশার প্রতীক, আবার এক অংশের কাছে ভয়ের কারণ। এই দ্বৈত বাস্তবতার মধ্যেই ABVP-এর প্রাসঙ্গিকতা নির্ধারিত হচ্ছে — তারা কেবল অতীতের গৌরব গাইবে, না কি বর্তমানের সমস্যার বাস্তব সমাধানে নেতৃত্ব দেবে?