নিউজ ডেস্ক: ১০ জুলাই ২০১৭- অমরনাথ যাত্রা থেকে ফিরছিলেন পূর্ণার্থীরা, গুজরাটের বাস নম্বর GJ 09 Z 9976-এ। রাত প্রায় ৮টা, হঠাৎ জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার বটেংগু এলাকায় বাসটির উপর ঝাঁপিয়ে পড়ে সন্ত্রাসীরা। চার মিনিটের ভয়াবহ গুলিবর্ষণে ৮ জন পূর্ণার্থী নিহত হন, আহত হন ১৯ জন। নিহতদের মধ্যে ৬ জন ছিলেন নারী—কারও মা, কারও মেয়ে, কারও বোন।
হামলার ইতিহাস
অমরনাথ যাত্রায় বেশ কয়েকবার সন্ত্রাসী হামলা হয়েছে।২০০০ সালের ১ ও ২ আগস্ট, জঙ্গি হামলায় ৮৯ থেকে ১০৫ জন তীর্থযাত্রী নিহত হন।
২০০১ সালে, শেশনাগে তীর্থযাত্রীদের উপর হামলায় ১৩ জন নিহত এবং ১৫ জন আহত হন, দ্য টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে।
২০০২ সালে, আরেকটি হামলায় ১১ জন নিহত হয়েছিলেন, দ্য টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে।
২০১৭ সালে, তীর্থযাত্রীদের উপর হামলায় ৭ জন নিহত হন,।
এই কাপুরুষোচিত হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন লস্কর-এ-তইবা। তদন্তে উঠে আসে পাকিস্তানের ISI-র সঙ্গে জড়িত এক ভয়ঙ্কর নকশা—ধর্মীয় উত্তেজনা বৃদ্ধি, হিন্দু-মুসলিম বিভেদ তৈরি এবং দেশের ভেতর ভয়ের বাতাবরণ ছড়িয়ে দেওয়াই ছিল লক্ষ্য।
ভয়কে জয় করল বিশ্বাস
কিন্তু ওই হামলার পরও থামেনি ভক্তির পথচলা। সন্ত্রাসীরা চেয়েছিল এই যাত্রা বন্ধ করতে, কিন্তু বাস্তব বলছে—তা হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা বেড়েছে।
আসুন দেখে নিই বছরভিত্তিক পরিসংখ্যান
বছর পূর্ণার্থীর সংখ্যা বিশেষ মন্তব্য
2017 ২.৬০ লাখ ভয়াবহ জঙ্গি হামলা, ৮ জন নিহত
2018 ২.৮৫ লাখ প্রাকৃতিক কারণে কিছু প্রাণহানি, নিরাপত্তা কড়াকড়ি
2019 ৩.৪২ লাখ ধারা ৩৭০ রদ ঘোষণার আগে যাত্রা সংক্ষিপ্ত
2020-21 বাতিল কোভিড-১৯ মহামারীর কারণে স্থগিত
2022 ৩.৬৫ লাখ ৪৪ দিনের যাত্রা, কোভিড পরবর্তী প্রত্যাবর্তন
2023 ৪.৪৫ লাখ ৬২ দিনের যাত্রা, শান্তিপূর্ণ পরিবেশ
2024 ৫.১২ লাখ (রেকর্ড) ১২ বছরের মধ্যে সর্বোচ্চ, ৫২ দিনের যাত্রা
সন্ত্রাস বনাম সাধনা
এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয়, এটি জবাব। জবাব সেই জঙ্গিদের, যারা ভেবেছিল কয়েকটি গুলি দিয়ে স্তব্ধ করা যাবে সাধনার শঙ্খধ্বনি। কিন্তু প্রতিবার সেই আঘাতের পর আরও বেশি পূর্ণার্থী নিয়েই ফিরে এসেছে অমরনাথ যাত্রা। হাজারো মানুষ গেয়ে উঠেছেন—“বোল বম বম”, “হর হর মহাদেব”।
ভক্তির জয়, সন্ত্রাসের পরাজয়
২০১৭-র সেই রক্তাক্ত রাত ভারত ভোলে নি।কিন্তু সেই রাত থামাতে পারেনি অমরনাথের যাত্রা।
ভক্তি—যা সন্ত্রাসের ওপরে, ভয়কে জয় করেছে।সেই ভয় পেরিয়ে আজ ভারত দেখিয়েছে— সাধনার পথে বাধা আসতে পারে, কিন্তু সেই পথকে রুদ্ধ করা যায় না।আজও লক্ষ লক্ষ মানুষ উঠে দাঁড়াচ্ছেন, হাঁটছেন বিশ্বাস আর ভালোবাসার পথে—কারণ অমরনাথ যাত্রা শুধু পাহাড়ের যাত্রা নয়, এ এক আধ্যাত্মিক শৃঙ্গারোহণ—যেখানে বিজয় শুধুমাত্র আসে ভক্তি থেকে , আর পরাজয় ঘটে সন্ত্রাসের।