নিউজ ডেস্ক: সালটা ২০১৩। দুখিয়া গ্রামে তখন সন্ত্রাসের রাজত্ব। আর এই সন্ত্রাসে মদতকারী হলেন সেই গ্রামেরই স্থানীয় নেতা, তার ভাই এবং তার দলবল। হত্যা, জখম বিশেষ করে মহিলাদের ধর্ষণ তাদের কাছে যেন উৎসবের মতো। এই অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে এগিয়ে আসে গ্রামের সাহসী ছেলে বরুণ এবং একদল শিক্ষিত যুব সমাজ। তাদের প্রতিবাদের আগুনে ঝলসে যায় সেই সন্ত্রাসের রাজত্ব এবং গ্রেপ্তার হন সেই দুষ্কৃতীরা। প্রতিবাদস্বরূপ গুলি করে খুন করা হয় বরুণকে। অন্যদিকে ভীরু গ্রামবাসী, দুষ্কৃতীদের ভয় বরুণের হত্যাকান্ড নিয়ে মুখে যখন কুলুপ এঁটে রয়েছেন ঠিক তখনই দুখিয়া গ্রাম থেকে দুষ্কৃতীদের শিকড় উপড়ে ফেলতে আবির্ভাব হয় স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসার অনিমেষ দত্তের।
এই ঘটনার পর কেটে গিয়েছে এক দশক। বদলেছে পরিস্থিতি এবং অপরাধের রূপ। অন্যদিকে বয়সও সামান্য বেড়েছে সেই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসারের। ‘কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন, আমি ম বলি না, ক বলি!’ সেই বিখ্যাত সংলাপটা মনে আছে তো? ভরপুর অ্যাকশন এবং চমকপ্রদ সংলাপে অনিমেষ দত্ত আজও নজরকাড়া। ২০১২ সালের প্রতিবাদী তরুণ বরুণ বিশ্বাসের হত্যাকে ঘিরে ২০১৩ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় মুক্তি পায় ‘প্রলয়’। আর এবার পর্দায় ‘আবার প্রলয়’ (Abar Proloy) তুলতে আসছেন অনিমেষ দত্ত এবং তার টিম। প্রকাশ্যে এল ছবির টিজার।
আরও পড়ুন: এক দশক পর ফিরছেন অনিমেষ দত্ত, স্পেশাল ব্রাঞ্চ! মারকাটারি অ্যাকশনে ‘আবার প্রলয়’ নামবে পর্দায়, প্রকাশ্যে টিজার
সুন্দরবন অঞ্চলে ঘটে যাওয়া একের পর এক নারী পাচারের ঘটনাকে দুইয়ে দুইয়ে চার করতে ‘অনিমেষ দত্ত ইজ ব্যাক!’ তবে এবার বড়পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ছবি। এই প্রথমবার প্রযোজকের আসনে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর প্রথমবার ওয়েব সিরিজের পরিচালনায় রাজ চক্রবর্তী। প্রথম ছবিতেই প্রশংসা কুড়িয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। আবারও অনিমেষ দত্ত হয়ে ফিরছেন তিনি। তবে এবার চমক রয়েছে সিরিজের কাস্টিং-এও। এক ভন্ড বাবাজির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। এছাড়াও থাকবেন গৌরব চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, সায়নী ঘোষ এবং আইটেম সঙ্গে ঝড় তুলবেন নুসরাত ফারিয়া। ২ মিনিট ১৩ মিনিটের টিজারে মাত্র কয়েক সেকেন্ডের টুকরো টুকরো দৃশ্যেও নজর কেড়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। ‘প্রলয়’ ছবিতে ‘বিনোদ বিহারী দত্ত’ নামটাই যথেষ্ট ছিল তার জন্য।
মাত্র কিছুদিন আগেই দ্বিতীয় সন্তানের আগমন বার্তা নিয়ে হাজির হন রাজ-শুভশ্রী। আর সেই সময় থেকেই নতুন কোনও ঝড়ের ইঙ্গিত দিতে থাকেন তারা। আর এবার গল্প নিয়ে হাজির। খুব শীঘ্রই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে ‘আবার প্রলয়’ (Abar Proloy)। দশ বছর আগে ভরপুর অ্যাকশন, থ্রিল এবং অসাধারণ সব গানে দর্শক মাতিয়েছিল ‘প্রলয়’। এবার সেই ফ্রাঞ্চাইজিকে ঘিরে তৈরি সিরিজ কতটা দর্শকের ভালোবাসা সংগ্রহ পারে সেটাই দেখার।