নিউজ ডেস্কঃ দীর্ঘ অশান্তির পর অবশেষে স্কুল খুলছে মণিপুরে। সোমবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বীরেন সিং জানান, আগামী ৫ জুলাই অর্থাৎ বুধবার থেকে খোলা হবে স্কুল। তবে এই মুহূর্তে শুধুমাত্র প্রথম থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীরা স্কুল যেতে পারবে।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। তবে নবম থেকে দ্বাদশ শ্রেণির এখনই খোলা হচ্ছে না বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, অশান্তির জেরে বহু বাড়ি ভেঙে গিয়েছে এবং বহু মানুষ ঘরছাড়া। তাদের একটা সু-ব্যবস্থা হওয়ার পরই বাকিদের স্কুল খোলা হবে বলে জানান বীরেন।
উল্লেখ্য, মে মাসে শুরু হওয়া অশান্তির জেরে প্রায় দু’মাস ধরে মণিপুরে বন্ধ রয়েছে স্কুল। তবে এর আগেও একবার স্কুল খোলার চেষ্টা করেছিল মণিপুর সরকার। কিন্তু পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যাওয়ায় সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়। তবে এবার তা আর হবে না বলেই জানান বীরেন। রাজ্যের শান্তি ফেরাতে সম্পূর্ণ সচেষ্ট তাঁর সরকার।
এদিন মুখ্যমন্ত্রী সিং জানিয়েছেন, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় তৈরি অবৈধ বাঙ্কার ধূলিসাৎ করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। পাশাপাশি, অশান্ত এলাকাগুলিতে অধিক পরিমাণ রাজ্য পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেইসঙ্গে তিনি আরও জানান, মেইতেই ও কুকি সম্প্রদায়ের কৃষকদের নিরাপত্তার জন্যে ৫টি জেলায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার মণিপুরের এনএইচ-২ থেকে দু-মাসব্যাপী অবরোধ তুলে নেওয়ার কথা ঘোষণা করে কুকিরা। স্বরাষ্ট্রমন্ত্রীর শান্তি স্থাপনের আর্জির পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় তারা। যদিও তারপরও রাজ্যে হিংসার ঘটনা প্রকাশ্যে এসেছে। এমনকি ৪ জনের মৃত্যু সংবাদও সামনে এসেছে। তবে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে শান্তি ফেরানোর উদ্দেশ্যে কুকি সম্প্রদায়ের মানুষদের সঙ্গে কথা বলেছেন তিনি।
প্রসঙ্গত, গত দু’মাস ধরে অশান্তির জেরে মণিপুরে ঘরছাড়া প্রায় ৫০ হাজার মানুষ। অন্যদিকে, অশান্তিতে প্রাণ হারিয়েছে একশোরও বেশি মানুষ। দেশের উত্তর-পূর্বের এই রাজ্যে শান্তি ফেরানোর জন্যে আগেই বৈঠক সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও তারপরও সুরাহা হয়নি। এবার দেখার মুখ্যমন্ত্রীর কথায় কতটা প্রভাব পড়ে।