নিউজ ডেস্কঃ দেশবাসীর জন্যে অ্যামাজন ই-কমার্স নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ। ৫০ শতাংশ ক্যাশব্যাকে অর্থাৎ খুব কম খরচেই এবার পেয়ে যান অ্যামাজনের প্রাইম মেম্বারশিপ। উল্লেখ্য, আগামী ১৫ই জুলাই থেকে শুরু হতে চলেছে অ্যামাজন প্রাইম ডে সেল। চলবে ১৬ই জুলাই রাত ১২টা পর্যন্ত। সেল শুরুর আগেই প্রিয় গ্রাহকদের জন্যে এই দুর্দান্ত অফার নিয়ে এসেছে এই জায়ান্ট ই-কমার্স সংস্থা।
নতুন এই অফারের আওতায় প্রাইমের ২৯৯ টাকার মাসিক প্ল্যানটি ১৫০ টাকার ক্যাশব্যাকে মাত্র ১৪৯ টাকায় পেয়ে যাবেন গ্রাহকরা। আবার ১৪৯৯ টাকার বার্ষিক প্ল্যানটি ৭৫০ টাকার ক্যাশব্যাকে গ্রাহকরা পেয়ে যাচ্ছেন মাত্র ৭৪৯ টাকায়। আসলে প্রাইম ডে সেল শুরুর খানিক আগে থেকে অ্যামাজন প্রাইম সাবস্ক্রাইব করলে খুব কম খরচেই প্ল্যান কেনা যাবে।
তবে এর মধ্যেও একটা টুইস্ট রয়েছে। সকলের জন্যে এই অফার রাখেনি অ্যামাজন। সংস্থার তরফে জানান হয়েছে, ১৮ থেকে ২৪ বছরের মধ্যে যারা রয়েছেন কেবল তারাই পাবেন এই বিশেষ অফারটি। আর তার জন্যে মেম্বারশিপ নেওয়ার সময় উপযুক্ত তথ্য দিতে হবে। সম্পূর্ণ যাচাইয়ের পরই এই দুর্দান্ত সুযোগ উপভোগ করতে পারবেন গ্রাহক।
পাশাপাশি, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে গ্রাহকদের। ব্যাঙ্ক অ্যাকাউন্টে নয়, ক্যাশব্যাকের টাকাটি যুক্ত হবে গ্রাহকের অ্যামাজন পে-ব্যালেন্সের সঙ্গে। তাহলে আর অপেক্ষা কেন! এখনই যান অ্যামাজন অ্যাপে আর দেখুন আপনি এই অফারটি উপভোগ করার যোগ্য কিনা!