নিউজ ডেস্ক: বৈবাহিক সম্পর্কের অবনতির জেরে শেষ পর্যন্ত ডিভোর্সের মামলা করেন কাঞ্চন মল্লিক। তার পরেই সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন! এ খবর প্রকাশ্যে আসতেই নেটিজেনদের ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন তিনি। প্রায় বছর ঘুরলেও সেই ট্রোলিং এখনও মুছে যায়নি। বিবাহ বিচ্ছেদ মামলা চলাকালীন কাঞ্চন মল্লিক ও পিংকি বন্দ্যোপাধ্যায়ের বিয়ে ভাঙার দায় পড়েছিল শ্রীময়ী চট্টরাজের উপর। বারবার খবরের শিরোনামে উঠে এসেছে কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্ক। তবে কখনও ভালো বন্ধু বা কখনও ঘনিষ্ট বন্ধুর তকমা দিলেও তাঁদের সম্পর্ককে আড়াল করেননি এই দুই তারকা।
তবে এইবার ফের ট্রোলিংয়ের মুখে কাঞ্চন। সোশ্যাল মিডিয়াতে সমুদ্র সৈকতে বিকিনি পরে ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। আর তাতেই খোঁজ শুরু কাঞ্চন মল্লিকের। সমুদ্রের তীরে শ্রীময়ী তাহলে কাঞ্চন কোথায়? ধেয়ে এসেছে এমন প্রশ্ন। আবার অনেকে জিজ্ঞেস করেছে ‘ছবিটা কি কাঞ্চন মল্লিক তুলে দিয়েছেন?’
এই মুহূর্তে জন্মদিনে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন শ্রীময়ী। রঙিন ক্রচেট বিকিনিতে পোজ দিয়ে ছবি তুলেছেন তিনি। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই নজর কেড়েছে আর তাতেই শুরু এই জুটিকে ট্রোলিং। যদিও সেই পোস্টে কাঞ্চনের কোনো কমেন্ট দেখতে পাওয়া যায়নি। যদিও এই জুটিকে একসঙ্গে দেখতে আগ্রহী বহু অনুরাগীরা। বিয়ে ভাঙার পর থেকেই একনাগাড়ে ট্রোলিং আর প্রভাব ফেলে না তাঁদের উপর। ফলে তাঁদের সম্পর্ক নিয়ে রাখঢাক না রেখেই উত্তর দেন কাঞ্চন ও শ্রীময়ী।