নিউজ ডেস্ক : “গতবারে বল্লভপুর দেখিয়েছিল । এম এল এ এক পায়ে চটি নিয়ে দৌড়েছিল। এবার কিছু করতে এলে দুটো চটি আর দুটো পা নিজেদের দায়িত্বে রাখতে”। রানিগঞ্জের বল্লভপুরের নির্বাচনী সভায় প্রকাশ্যে হুঁশিয়ারি মিনাক্ষী মুখোপাধ্যায়। নাম না করে রানীগঞ্জের তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি দিলেন বাম যুবনেত্রী। বল্লভপুর ও এগারা অঞ্চলের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থীদের নিয়ে বর্ণাঢ্য পদযাত্রা করেন মীনাক্ষী। এদিন বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন ফোর্স মানে ক্ষমতা আর সেন্ট্রাল মানে কেন্দ্র। ক্ষমতার কেন্দ্রে রয়েছে মানুষ, আম জনতা। তাই এবারের ভোটে সেন্ট্রাল ফোর্স মানে সাধারণ মানুষ। তারাই বুথ পাহারা দেবে।
তিনি বলেন আজকে যারা বাম প্রার্থী হয়েছেন তারাই সারা বছর ধরে রানীগঞ্জের মানুষের সুখে দুঃখে রয়েছেন তাই তাদের ভোট দেওয়া উচিত। পাশাপাশি পাশাপাশি বুথে সেন্ট্রাল ফোর্স থাকছে না এই প্রসঙ্গে তার দাবি সেন্ট্রাল ফোর্স নিয়ে যা হচ্ছে তা হল বিজেপি আর তৃণমূলের আন্ডারস্ট্যান্ডিং। এদিন মিনাক্ষী সংবাদমাধ্যমের প্রশ্নে বলেন, যার যেটা কাজ তারা যদি নিজে নিজে দায়িত্ব পালন করে তাহলে সুস্থ নির্বাচন সম্ভব। অভিযোগ পশ্চিমবঙ্গের গোটা সিস্টেমটাই কাজ করছে না। শুধু সেন্ট্রাল ফোর্স আর পুলিশকে দোষ দিয়ে লাভ নেই। এবারের পঞ্চায়েত ভোটে মানুষ লুটেরাদের তাড়াবে বলে দাবি মীনাক্ষীর। মানুষ সিপিএমকে মনোবল দিচ্ছে তাই সিপিএম এবারে জোরদার লড়াইয়ে নেমেছে।