নিউজ ডেস্ক: মা হওয়ার পরে প্রথমবার বড় পর্দায় ফিরছেন আলিয়া। টিজারের পরে এবার ট্রেলারেও চমক দিলেন তিনি। ‘গালি বয়’ এর পরে আরও একবার জুটি বেঁধেছেন রণবীর-আলিয়া। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি বরাবরই নজরকাড়া। আর এইবার বাঙালি মেয়ের চরিত্রে দেখা যাবে আলিয়াকে। ট্রেলারে তাঁদের প্রেম কাহিনি দেখেই উচ্ছ্বসিত অনুরাগীরা। ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’তে শুধুমাত্র এই জুটিই নয়, বহু বছর পর পরিচালকের আসনেও ফিরছেন করণ জোহর।
নিউ এজ রোম্যান্সের সঙ্গে ফ্যামিলি ড্রামা আর বলিউডের ঐতিহাসিক ড্রামা-বরফের মাঝে নায়িকার শিফন শাড়ির আঁচল ওড়ানো মিশিয়েছেন করণ জোহর। বলাই বাহুল্য চিত্রনাট্যে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’ ও ‘কভি অলবিদা না কেহেনা’র মসালা যুক্ত করেছেন তিনি।
বিশাল ফিল্মি সেট, বিদেশের মাটিতে গানের দৃশ্য ও রং বেরঙের আউটফিটের মিশেলে ভরপুর আয়োজন নিয়ে আসছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। উপরি পাওনা হিসেবে রয়েছে বাংলার জনপ্রিয় রাজনৈতিক দলের স্লোগান ‘খেলা হবে’।
ট্রেলারেই অর্ধেক প্রেমের গল্প বলে দিয়েছেন নির্মাতারা। বাঙালি ও পাঞ্জাবি পরিবারের সংস্কৃতির পার্থক্য নিয়েই মূল গল্প। আর রকি ও রানির প্রেমেও এই সংস্কৃতি সংঘাত প্রধান বাধা। এই ছবিতে বলিউডের একগুচ্ছ বর্ষীয়ান অভিনেতাদের পাশাপাশি দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়কে। এছাড়াও এই ছবিতে দেখা যাবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমিকে। আগামী ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে রকি ও রানি কি প্রেম কাহিনি।