নিউজ ডেস্ক: সুকান্ত মজুমদার যখন উওরবঙ্গ প্রচারে, তখন হঠাৎই দুপুরে তাকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ নেন শাহ। নির্বাচন কমিশনারের ভূমিকা, পুলিশ কি করছে, কেন্দ্রীয় বাহিনীকে কি ভাবে ব্যবহার করা হচ্ছে মুলত এইসব জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী।
সুত্রের খবর দলের কর্মীদের সম্পর্কে এবং তারা শাসকদের হাতে কিভাবে নিগৃহীত হচ্ছেন খোঁজ জেনে উষ্মা প্রকাশ করেন অমিত। কতজন কর্মী মারা গেছেন, ঘরছাড়া হয়েছেন কত জন সব কিছু নিয়ে কথা হয় । রাজ্যপাল বিভিন্ন জায়গায় যাচ্ছেন- তা নিয়ে কথা হয় দুজনের মধ্যে ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই খোঁজ নেওয়া, এবারের পঞ্চায়েত নির্বাচন রাজনৈতিক দিক দিয়ে অন্য গুরুত্ব পেল। অমিত শাহ বিজেপির প্রার্থী, কর্মীদের শাসক দল ও প্রশাসন অত্যাচার বিরুদ্ধে লড়াইয়ের প্রশংসা করেন ।
সুকান্ত মজুমদার রাজ্যে সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন এদিন। তিনি জানান, নির্বাচনের দিন শাসক দলের আক্রমন বাড়বে । গননার আগে বহু জায়গায় ব্যালট বক্স বদলের চেষ্টা হবে । এই জন্য জাল ব্যালট পেপার তৈরি করা হচ্ছে বলে তাদের কাছে খবর ।