নিউজ ডেস্কঃ লক্ষ্য ২০২৪’র লোকসভা। সেই লক্ষ্যপূরণের উদ্দেশ্যে বড়সড় রদবদল বিজেপিতে। সাংগঠনিক শক্তি মজবুতের জন্যে ৪ রাজ্যের সংগঠনে পরিবর্তন গেরুয়া শিবিরের। অন্ধ্রপ্রদেশের নতুন রাজ্য সভাপতি করা হয়েছে শ্রীমতি ডি পুরান্দেস্বরী’কে। সেইসঙ্গে পাঞ্জাব ও ঝাড়খণ্ডের নতুন রাজ্য সভাপতি হলেন সুনীল কুমার জাখর এবং বাবুলাল মারাণ্ডি। পাশাপাশি, তেলেঙ্গনার নয়া রাজ্য সভাপতি করা হয়েছে জে কিশান রেড্ডিকে।
তবে শুধু রাজ্যে নয়। কেন্দ্রীয় কমিটিতেও নতুন সংযুক্তিকরণ করা হয়েছে বিজেপির তরফে। অন্ধ্রপ্রদেশের কিরণ কুমার রেড্ডিকে রাষ্ট্রীয় কার্যকারিনী হিসাবে নিযুক্ত করেছে পদ্ম শিবির।
উল্লেখ্য, ভোটমুখর তেলেঙ্গনায় বেশ কিছুদিন ধরে অন্তর্কলহের আঁচ পেয়েছিল কেন্দ্রীয় কমিটি। সম্প্রতি বান্দি সঞ্জয় কুমারের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছিল দলে আগত নতুন অথচ গুরুত্বপূর্ণ নেতারা। আর তাই এই বদলের সিদ্ধান্ত বলে খবর।
প্রসঙ্গত, কেন্দ্রের বিজেপি সরকারকে হারাতে ইতিমধ্যেই গুটি সাজাতে শুরু করেছে বিরোধী শিবির। ইতিমধ্যেই পাটনায় এক দফার বৈঠকও সেড়ে ফেলেছে শীর্ষ নেতৃত্ব। আগামী কিছুদিনের মধ্যেই দ্বিতীয় দফার বৈঠক বসতে চলেছে তারা। এই পরিস্থিতিতে বিজেপির একমাত্র লক্ষ্য হল অবিজেপি রাজ্যগুলিতে দলের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করা। আর সেই লক্ষ্যপূরণের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।