নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর বাসভবনের উপরে উড়ছে ড্রোন! ঘটনাটি নজরে আসতেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনা প্রসঙ্গে দিল্লি পুলিশের বক্তব্য, বিষয়টি নজরে আসতেই এদিন সকাল ৫.৩০টা নাগাদ তাদের সঙ্গে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল প্রোটেকশন গ্রুপ। ইতিমধ্যেই পুরো ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে দিল্লি পুলিশ।
সেইসঙ্গে পুলিশের দাবি, বাসভবন লাগোয়া সমস্ত এলাকায় তল্লাশি চালানো হলেও এখনও পর্যন্ত সন্দেহজনক কোনও কিছু পাওয়া যায়নি। এমনকি এয়ার ট্রাফিক কন্ট্রোল’এর সঙ্গে যোগাযোগ করা হলে প্রধানমন্ত্রীর বাসভবনের আকাশে কোনও উড়ন্ত যান দেখতে পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা। যদিও পুরো বিষয়টিকে হাওয়ায় উড়িয়ে দিতে নারাজ পুলিশ। কারা কোন উদ্দেশ্যে ড্রোনটি ব্যবহার করেছিল? তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের ডিসিপি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বাসভবন নো-ফ্লাইং জোনের অন্তর্গত। অর্থাৎ এই এলাকায় কোনও প্রকার বিমান বা ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। সুতরাং, এত নিষেধাজ্ঞা সত্ত্বেও কড়া নিরাপত্তা উপেক্ষা করে কীভাবে এধরণের ঘটনা ঘটল! নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে বাসভবনের এলাকায় ড্রোনটি কীভাবে ঢুকল! এই সমস্ত প্রশ্ন নিয়ে রীতিমতো সোরগোল শুরু হয়েছে। উঠছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্নও।