নিউজ ডেস্ক: প্রকৃতি ও ভালোবাসা একে অপরের পরিপূরক। আর ভালোবাসা গভীর হলে ইট-পাথর-কংক্রিটে মোড়া ব্যস্ত ধুলোমাখা শহরেও প্রেমের জোয়ার আসে। বলিউড বারবার সেই ভালোবাসার জগৎকে তুলে ধরেছে পুরোনো দিনের গানগুলিতে। দুই তরুণ-তরুণীর প্রেমে তখন না ছিল কোনও আতিশয্য আর না ছিল বিলাসবহুল রেঁস্তোরায় খেতে যাওয়ার চল। বরং একে অপরের হাত ধরে শহরের আনাচে-কানাচে ঘুরে সময় কাটানোই ছিল উদ্দ্যেশ্য।
বৃষ্টি ভেজা মুম্বইতে ঠিক এই ভাবেই ঘুরে বেড়াতে দেখা গিয়েছে এক জুটিকে। তবে এঁরা কোনও তরুণ-তরুণী নয়, বর্ষীয়ান এক দম্পতি। বৃষ্টিতে ভিজে লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের গাওয়া কালজয়ী গান ‘রিম ঝিম গিরে সাওয়ান’ গানটি রিক্রিয়েট করেছেন তাঁরা। তাঁদের সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
১৯৭৯ সালে মুক্তি পাওয়া ছবি ‘মঞ্জিল’। অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও মৌসুমী চট্টোপাধ্যায়। এই ছবিরই একটি জনপ্রিয় ও কালজয়ী গান ‘রিম ঝিম গিরে সাওয়ান’। সুরকার আর ডি বর্মন। মৃনাল সেনের বাংলা ছবি আকাশ কুসুমের হিন্দি সিনেমা ‘মঞ্জিল’। তৎকালীন বোম্বেতে শ্যুটিং হয়েছিল এই ছবির। আর বর্তমান মুম্বইয়েও সেই সকল স্থানেই গানটির রিক্রিয়েশন করা হয়েছে।
আজকালকার জেনারেশন ক্যাসুয়াল ডেটিং, হুকআপ ও সিচুয়েশনশিপের আড়ালে সুন্দর ভালোবাসার স্বাদ থেকে যে বঞ্চিত, সাম্প্রতিক কালে তার প্রমান মিলেছে একাধিকবার। প্রেমে ‘না’ করায় প্রানও হারিয়েছেন তরুণীরা। তবে বর্ষীয়ান দম্পতির এই ভিডিয়ো মনে করাতে বাধ্য বহু বর্ষার বিকেল একসঙ্গে কাটিয়ে শেষ বয়সে এসেও ভালোবাসায় থাকা যায়।