নিউজ ডেস্ক: নির্বাচনের প্রাক্কালে দুই তৃণমূল প্রার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল এনআইএ। রাজ্যের একাধিক জায়গায় বিস্ফোরণকাণ্ডে জড়িত সন্দেহে তাদের ডেকে পাঠানো হচ্ছে। নির্বাচনের আগে একাধিক বিস্ফোরণকান্ডে অভিযুক্ত তৃণমূল প্রার্থীদের ডেকে পাঠানোয় স্বাভাবিকভাবেই চাপে রাজ্যের শাসকদল। আজ সোমবার বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী মনোজ ঘোষকে তলব করল এনআইএ। বিস্ফোরক উদ্ধার মামলায় এনআইএ তলব করে তাকে। আগামীকাল মঙ্গলবার হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে ওই তৃণমূল প্রার্থীকে। অন্যদিকে ভূপতিনগর বিস্ফোরণ কান্ডে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ প্রার্থী মানব বড়ুয়াকে ৫ জুলাই এনআইএ তলব করেছে।
প্রসঙ্গত গত ডিসেম্বর মাসে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। সেই ঘটনাতে অভিযুক্ত সন্দেহে এবার তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী মানব বড়ুয়াকে তলব করল এনআইএ। উল্লেখ্য এই বিস্ফোরণ কেন্দ্রে তৃণমূলের বুথ সভাপতি ও শাসকদলের দুই কর্মীর মৃত্যু হয়েছিল। ডিসেম্বর কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে বিশাল জনসভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগের রাত ২ ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়িয়াবিলা গ্রামে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। সেই ঘটনায় মৃত্যু হয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাজকুমার মান্না ও তার ভাই দেব কুমার মান্না ও বিশ্বজিৎ গায়েনের। অভিযোগ রাজকুমার মান্নার বাড়িতে এবং বাধার কাজ চলছিল সেই সময় এই বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে রাজকুমারের বাড়ির ছাদ উড়ে যায়। তবে বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে উদ্ধার হয়েছিল মৃতদেহ গুলি। পুলিশের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল। ৯ জুন এনআইএ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্ত শুরুর তিন সপ্তাহের মধ্যেই তৃণমূলের দুই প্রার্থীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিস্ফোরণ কান্ডে দলীয় প্রার্থীকে তলব করায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রাজ্যের শাসকদল।