নিউজ ডেস্ক: জরাজীর্ণ বাড়ি ভাঙতে গিয়ে সোমবার সকালে দুর্ঘটনায় ঠিকা শ্রমিকের মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার আসানসোল দক্ষিণের ডামরা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত জনতা ভাঙচুর করল তৃণমূল কার্যালয়ে। অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলর ঠিকাদারের হয়ে পক্ষ নেয়। সেই রাগ গিয়ে পড়ল দলীয় কার্যালয়ের উপর।
ঘটনার সুত্রপাত জরাজীর্ন বাড়ি ভাঙতে গিয়ে। ছাদের চাঙর চাপা পড়ে মৃত্য হয় এক শ্রমিকের। এই ঘটনার পর ওই শ্রমিকের মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। এরপর উত্তেজিত স্থানীয় জনতা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। কার্যালয়ের চেয়ার ও অনান্য আসবাপত্রে ব্যাপক ভাঙচুর চালায়। আসানসোল দক্ষিণ থানার ডামরার ঘটনা। এলাকাবাসীর জানান এক ঠিকাদার সংস্থার উদ্যোগে ওই এলাকায় একটি পুরানো জরাজীর্ন বাড়ির ভাঙার কাজ চলছিল। সেই সময় ওই বাড়ির ছাদের চাঙরে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্য হয়। ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ।