নিউজ ডেস্ক: ভুয়ো নিয়োগপত্র নিয়ে চাকরি করতে এসে হাতেনাতে ধৃত চাকরি প্রতারণা চক্রের অন্যতম মূল পান্ডা। সল্টলেকের বিদ্যুৎ ভবন থেকে সৌরভ রায়কে গ্রেফতার করলেও বিধাননগর পূর্ব থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ছলতি বছরের ২রা মে বিদ্যুৎ ভবনের জেনারেল ম্যানেজার বিধাননগর পূর্ব থানায় অভিযোগ করেন বেশ কিছু ব্যক্তি বিদ্যুৎ ভবনের বিভিন্ন পদের চাকরির জন্য ভুয়ো নিয়োগপত্র নিয়ে প্রায়দিন ভবনে আসছেন। তাদের সন্দেহ একটি প্রতারণা চক্র টাকার বিনিময়ে ভুয়ো নিয়োগ করে বহু মানুষকে ঠকাচ্ছে। বিধাননগর পূর্ব থানার পুলিশ তদন্ত শুরু করে।
সোমবার এক ব্যক্তি একটি ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বিদ্যুৎ ভবনে আসেন। তিনি বিদ্যুৎ ভবনের বিলিং সেকশনের ভুয়ো নিয়োগপত্র দেখান। বিদ্যুৎ ভবনের থেকে বিধাননগর পূর্ব থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে এই ব্যক্তি আদতে ওই প্রতারণা চক্রের অন্যতম এক পান্ডা। তিনি নিজে ভুয়ো নিয়োগপত্র তৈরি করে বিদ্যুৎ ভবনে এসেছিলেন। এরপরই তল্লাশি চালিয়ে বেশ কিছু সরকারি ভুয়ো নথিপত্র পুলিশ বাজেয়াপ্ত করে। এছাড়াও তার কাছ থেকে বেশ কিছু অ্যাকাউন্ট ডিটেইলস পাওয়া যায়। সেখানে প্রচুর পরিমাণ টাকার লেনদেনের হদিস পায় পুলিশ। তার হোয়াটসঅ্যাপ চ্যাটেও বেশকিছু গুরুত্বপুর্ন কথাবার্তার হদিশ পেয়েছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। সৌরভ রায়কে গ্রেফতার করে বিধাননগর পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত করে দেখছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।