নিউজ ডেস্ক: বলিউডের অন্যতম সুন্দরীদের মধ্যে একজন রেখা। বয়স সত্তরের কোঠায় হলেও তাঁর রূপের জৌলুস একটুও কমেনি। বরং সময়ের সঙ্গে বয়সের সংখ্যা বাড়লেও তাঁর রূপের আগুন তাক লাগিয়ে দেওয়ার মতোই রয়েছে। ক্লাসিক্যাল নৃত্যশৈলির নিপুণতায় বলিউডে একসময় একছত্র অধিকার ফলিয়েছিলেন রেখা। তাঁর কথ্থকের ছন্দে ঘায়েল হয়েছেন বহু ‘মস্তানে’। ভানুরেখা গনেশন পিতৃদত্ত নাম হলেও তাঁর পরিচিতি রেখা নামেই।
১৯৮১ সালে ‘উমরাও জান’ ছবির গান ‘ইন আঁখো কি মস্তি কে’ গানে নৃত্যশিল্পে তাঁর প্রতিভাকে তুলে ধরেছিলেন তিনি। সেই গানের ‘মস্তানে’ শুধুমাত্র নয় আপামর ভারতবাসী। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি। এবার তাঁকেই সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে আমেরিকার ভগ ম্যাগাজিন। এই ম্যাগাজিনে রেখার জীবনের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে বলেও জানা গিয়েছে।
ভগ মূলত আমেরিকার ম্যাগাজিন হলেও ভারতেও তাঁর সংখ্যা প্রকাশিত হয়। এবার সেই ম্যাগাজিনেরই কভারে দেখা যাবে তাঁকে। সেই জন্য ফটোশ্যুটও সারা হয়ে গিয়েছে। ছবিতে তাঁর সৌন্দর্য তাক লাগিয়ে দিয়েছে। ফ্যাশন ডিজাইনার মণীষ মলহোত্রার জিডাইন করা একাধিক পোশাকে নজর কেড়েছেন তিনি। বলিউডের এভারগ্রীন কুইন কথাটি মনে হয় তাঁর জন্যেই তৈরি।
ডিজাইনার ওই পোশাকে কোনও রানির চেয়ে কম লাগছে না তাঁকে। ম্যাগাজিন সংস্থার তরফে রেখার একাধিক ছবি ও ভিডিয়ো আপলোড করা হয়েছে। যা দেখে মুগ্ধ নেটিজেনরা। তবে এত আয়োজনের মাঝেও অমিতাভের প্রতি রেখার সূক্ষ্ম প্রেমের অস্বিত্ব ভুলে যাননি তাঁরা। তাই পোস্টের কমেন্ট সেকশনে চোখ রাখলেই রেখার প্রতি ভালোবাসা সহ অমিতাভের প্রতি হালকা ট্রোলিং নজরে আসছে।