নিউজ ডেস্ক: ভারতে পাবজি নতুন রূপে বিজিএমআই নামে ফের চালু হওয়ার পরেই বেড়েছিল ভালো গেমিং ফোনের চাহিদা। এই গেম খেলতে ভালোবাসে নতুন প্রজন্মের সব বয়সেরই ছেলেমেয়েরা। তবে গেম খেলার জন্য ভালো মানের কম্পিউটার সেটআপ করতে পকেটের উপর যথেষ্টই প্রভাব ফেলে। তাই সাধ্যের মধ্যেই গেম খেলার উপযোগী ফোন খুঁজছিল সবাই। আর সেই চাহিদা মেটাতেই IQOO নিয়ে এসেছে তাঁদের নতুন মডেল IQOO NEO 7 Pro 5G ফোন।
গেম খেলার সময়ে একটি স্মুদ এক্সপিরিয়েন্সের জন্য এই ফোনে একটি ইন্ডিপেন্ডেন্ট চিপসেট ব্যবহার করা হয়েছে বলে কোম্পানি তরফে জানানো হয়েছে। এর দাম ৩৪,৯৯৯ টাকা। ভ্যারিয়েন্টের উপর যদিও দামে সামান্য ফারাক রয়েছে। ১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৭,৯৯৯ টাকা। তবে বাজারে আসার আগেই প্রি বুকিং অফারে ডিসকাউন্টের সুবিধা থাকবে। এছাড়াও বিভিন্ন ব্যাংকের কার্ডের উপরেও ডিসকাউন্ট প্রযোজ্য।
কী কী থাকবে এই ফোনে?
এই স্মার্টফোনটি তৈরি হয়েছে ভালো গেমিং এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। তাই এতে আছে কোয়ালকোম স্ন্যাপড্রাগন 8 প্লাস, আর রয়েছে জেনারেশন 1 চিপসেট যা ভালো কোয়ালিটির গ্রাফিক্স ও গেম প্লে অফার করে। এর আলটিমেট গেমিং ফিচার 120FPS এবং এর সঙ্গে মোশন কন্ট্রোল, স্মার্ট 3D কুলিং ফিচারও রয়েছে। ফুল চার্জে সাত ঘন্টা গেমিং ব্যাকআপ দিতে সক্ষম এই ফোন।
স্টোরেজ ও ব্যাটারি
এই ফোনে 16GB LPDDR5 RAM ও 256GB UFS3.1 স্টোরেজ আছে। ব্যাটারি রয়েছে 5000 mAh ও 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি স্পেসিফিকেশন অনুযায়ী মাত্র ৪ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ নিতে সক্ষম এই ফোন।
তবে শুধুমাত্র এর গাঠনিক বৈশিষ্ঠ্যই নয় বাইরের দিক থেকেও এই মডেলটি দেখতে যথেষ্ট আকর্ষণীয়। আপাতত দুটি রং-য়ে পাওয়া যাবে এই মডেলটি। ফিয়ারলেস ফ্লেম ও ডার্ক স্টর্ম রংয়ের। প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল ও এর সঙ্গে আরও দুটি ৪ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এছাড়াও হাই রেজোলিউশন 6.78-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে আছে, যা 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।