নিউজ ডেস্ক: ফের জোট বাঁধতে চলেছে সৃজিত মুখার্জী ও দিতিপ্রিয়া রায়! ছোটপর্দায় রানি রাসমণির চরিত্রে অভিনয় করার সময়ই দিতিপ্রিয়ার সঙ্গে কাজের কথা চিন্তা করেছিলেন সৃজিত। এবার সেই পরিকল্পনাই বাস্তবায়িত করার কথা সামনে এল। রানি রাসমণি চলাকালীন সময়েই মাত্র দেড় বছরের মাথায় দিতিপ্রিয়ার সঙ্গে কাজের কথা জানান সৃজিত।
সিরিয়ালের গন্ডি পেরিয়ে এখন ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করছেন দিতিপ্রিয়া। যদিও বড় পর্দায় সেই ভাবে তাঁকে এখনও দেখা যায়নি। সৃজিতের পরিচালনায় এই প্রথম কাজ নয় দিতিপ্রিয়ার। ২০১৫ সালে রাজকাহিনীতে একটি ছোট চরিত্রে দেখতে পাওয়া গিয়েছিল দিতিপ্রিয়াকে। সৃজিত মুখার্জী পরিচালিত রাজকাহিনী সে সময় যথেষ্ট সাড়া ফেলেছিল।
এই মুহূর্তে টলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে ভারতের স্বাধীনতার যুগের এক অগ্নিকন্যা বীণা দাসের আত্মজীবনী নিয়ে কাজ করতে চলেছেন সৃজিত। দিতিপ্রিয়াকে দেখা যাবে বীণার চরিত্রে। ছোট পর্দা থেকে জনপ্রিয় অভিনেত্রীদের বড়পর্দায় কাজের ঘটনা এখন অহরহ ঘটছে। তবে বড় পর্দায় এটিই দিতিপ্রিয়ার প্রথম ব্রেক হতে চলেছে।
এই ছবির শ্যুটিং শুরু হতে এখনও ঢের দেরি আছে বলেই সূত্রের খবর। সৃজিত মুখার্জীর হাতে এখন এনেকগুলি জমানো কাজ রয়েছে। ব্যোমকেশ ও দূর্গ রহস্য সিরিজের শ্যুটিং ও পুজো রিলিজ দশম অবতারের কাজ শেষ হলে আগামী বছরের শুরুতেই এই ছবির কাজ শুরু হওয়ার কথা।