নিউজ ডেস্ক: বুধবার দুপুরে নিউ টাউন থানায় এসে বিমানবন্দর থানা এলাকার বাসিন্দা এক মহিলা অভিযোগ করেন আই এস এফ এম এল এ নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে। তার দাবি দীর্ঘদিন ধরে নওশাদ সিদ্দিকী তার সাথে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে দিয়ে।
নির্যাতিতা মহিলাকে নিউ টাউন থানায় নিয়ে আসেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। নির্যাতিতা মহিলা এয়ারপোর্ট থানা অঞ্চলের বাসিন্দা হলেও তিনি নিউ টাউন থানাতেই অভিযোগ দায়ের করেন। সব্যসাচী দত্ত জানান নির্যাতিতা মহিলা তাকে জানায় তারপর পুলিশে অভিযোগ করার সিদ্ধান্ত নেয়। বুধবার দুপুরে নিজের ভাইকে নিয়ে সব্যসাচী দত্তের সাথেই নিউ টাউন থানায় প্রবেশ করে ওই মহিলা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে নিউটাউন আনার পুলিশ।