নিউজ ডেস্ক: দিনকয়েক আগেই একটি জনপ্রিয় টিভি চ্যানেল আয়োজিত অ্যাওয়ার্ড শোয়ের অনুষ্ঠানের মঞ্চে বাংলার পরিবর্তে ইংরেজিতে কথা বলায় নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয় বিখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে। এবার নিজের ইংরেজিতে বক্তব্য রাখাকে সমর্থন করে সোশাল মিডিয়ায় পোস্ট করে ফের ট্রোলের মুখে পড়লেন তিনি। নেটিজেনদের বক্তব্য ছিল, বাংলা টেলিভিশনের কলাকুশলীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করার পর বাংলাতেই ধন্যবাদজ্ঞাপন বক্তব্য রাখা উচিত ছিল সৃজিতের।
এই বিষয়ে নিজের মত রাখতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় সৃজিত লেখেন,“TV9 -এর একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, যেখানে সন্চালনা ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই হচ্ছিল, সেখানে আমার ইংরেজিতে কথা বলা নিয়ে কিছু মানুষ আপত্তি জানিয়েছেন দেখলাম। তাঁদের জ্ঞাতার্থে বলি যে, যে অনুষ্ঠানের প্রধান অতিথি অবাঙালি, যেখানে তিনি মুখের সামনে বসে আছেন আর যেখানে কোনও অনুবাদক বা অনুবাদ যন্ত্র নেই, সেখানে আমি ইংরেজিতে কথা বলা ভদ্রতা বলে মনে করি…”। উল্লেখ্য, শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনির মতো অবাঙালি অতিথিরা থাকায় তিনি তাঁদের শ্রদ্ধা করেই ইংরেজিতে বক্তব্য রাখেন বলে দাবি করেন পরিচালক। কিন্তু তাঁর এই যুক্তি অনেক ভক্ত মেনে নিলেও নেটিজেনদের একটি বড় অংশ করছেন সমালোচনা।
Tags: NULL