নিউজ ডেস্ক: পথ দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ভারতীয় বোলার প্রবীণ কুমার। আর সেই সঙ্গে ফের ফিরে এলো ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার স্মৃতি। উল্লেখ্য, গতকাল রাতে উত্তরপ্রদেশের মীরাটে রাত ১০ টার আশেপাশে একটি দ্রুতগটির ট্রাক আচমকা এসে ধাক্কা মারে প্রবীণ কুমারের ডিফেন্ডার গাড়িতে। দুর্ঘটনার সময় গাড়িতে নিজের ছেলের সঙ্গে ছিলেন প্রাক্তন ক্রিকেটার।
সূত্রের খবর, দুর্ঘটনায় গাড়িটির ক্ষতি হলেও একেবারে অক্ষত ছিলেন উভয়েই। ছেলেকে নিয়ে মুলতান নগরে নিজের বাড়ি ফিরছিলেন তিনি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সিভিল লাইনস পুলিশ। সিটি পুলিশের সুপারিন্টেন্ডেন্ট পীযুষ কুমার জানান, অভিযুক্ত ট্রাক-চালককে হেফাজতে নেওয়ার পর ছেলেসহ প্রবীণ কুমারকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এর আগেও একবার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। ২০০৭ সালে কেরিয়ারের শুরুতে দিল্লী-মীরাট রোডে গাড়ি থেকে পড়ে গিয়েছিলেন প্রবীণ।
উল্লেখ্য, এক সময়ে স্লো সুইংয়ের জন্য খ্যাত ৩৬ বছর বয়সী প্রবীণ কুমার ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত দেশের হয়ে ৬৮ টি ওয়ান ডে, ৬ টি টেস্ট ও ১০ টি টি-২০ ম্যাচ খেলেন। আর এই ৩ ক্ষেত্রে তাঁর সংগ্রহ উইকেট সংখ্যা ছিল যথাক্রমে ৭৭, ২৭ এবং ৮। ২০১২ সালে মাত্র ২৬ বছর বয়সে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলতে দেখা গিয়েছিল তাঁকে।