নিউজ ডেস্ক: আমেরিকার নিউ জার্সির আটলান্টায় আয়োজিত বঙ্গ সম্মেলনে রীতিমত হেনস্থার শিকার হয়েছেন বাঙালি শিল্পীরা। ১৯৮১ সাল থেকে আয়োজন করে হয়ে আসছে এই অনুষ্ঠান। কলকাতা তথা বাংলার ও বাংলাদেশের শিল্পীরা এই অনুষ্ঠানে যোগদান করেন। নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সটি প্রায় চার দশক ধরে বঙ্গ সংস্কৃতি সংঘ এই কনফারন্সের আয়োজন করে থাকে। এই বছর ৩০জুন থেকে ২জুলাই পর্যন্ত চলেছিল এই কনফারেন্স। তবে সেখানে গিয়ে হেনস্তার মুখে পড়েন শিল্পীরা।
এই বছর বঙ্গ সম্মেলনে যোগ দিতে কলকাতা ও বাংলাদেশ থেকে নামী দামী সঙ্গীতশিল্পী ও নাট্য ব্যক্তিত্বরা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে পৌঁছেছিলেন। পন্ডিত অজয় চক্রবর্তী, পন্ডিত তেজেন্দ্র নারায়ন মজুমদার, পন্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায় সহ একাধিক তরুণ সঙ্গীত শিল্পীরা গিয়েছিলেন সেখানে। আবার নাট্য জগতের বহুল পরিচিত মুখ অনির্বাণ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, বিদিপ্তা চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, দেবশঙ্কর হালদার, সৌমিত্র মিত্র, সুজন মুখোপাধ্যায় ও সুমন মুখোপাধ্যায় হাজির হয়েছিলেন সেখানে। বাংলাদেশ থেকে এই অনুষ্ঠানের অংশগ্রহণ করতে আটলান্টায় পৌঁছেছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও শিল্পী মেহের আফরোজ শাওন তবে তাঁদের সকলকে হেনস্থার মুখে পড়তে হয়েছিল।
শুধুমাত্র থাকা খাওয়া নয় এমনকি প্রাপ্য পারিশ্রমিক টুকু বহু শিল্পীদের দেওয়া হয়নি। অনুষ্ঠানের সময় বিধি নিয়েও চূড়ান্ত অব্যবস্থার মুখে পড়েন তাঁরা। কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি বলেই অভিযোগ। পন্ডিত অজয় চক্রবর্তীর অভিযোগ শুধুমাত্র ভুলভাল টাইমিংই নয় তাদের জন্য গাড়ির ব্যবস্থাও ছিল না, এমনকি তাঁরা বাইরে থেকে খাবার আনানোর পরে তাঁদের দুপুরের খাবার বিকেল চারটের সময় দেওয়া হয়েছিল।
গোটা পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন পন্ডিত অজয় চক্রবর্তী ও জয়তী চক্রবর্তী। ফেসবুক লাইভে এসে গোটা বিষয়টা বলে নিজের ক্ষোভ উগড়ে দেন জয়তী। এইভাবে চূড়ান্ত রকমের অপমানিত হয়ে বহু শিল্পী বঙ্গ সম্মেলন বয়কটের ডাক দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ার ঘটনাটি এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।