নিউজ ডেস্ক: বন্দেভারতের উপর পাথর ছোঁড়ার লিস্টে এবার নাম যোগ হল কর্ণাটকের। ঘটনাস্থল কর্ণাটকের চিকমাগালুর জেলা। বুধবার বেঙ্গালুরু-ধারওয়াড় রুটে ছুটে চলেছিল বন্দেভারত এক্সপ্রেস। হঠাৎই ট্রেনের কাঁচে পাথর এসে লাগে। ঘটনার তদন্তে নেমে পুলিস দুই নাবালককে আটক করে। আপাতত তাদের রাজ্যের এক হোমে পাঠিয়েছে পুলিস।
রেল পুলিস সূত্রে খবর, পাথর লেগে বন্দেভারতের সি ফাইভ কোচের ৪৩ ও ৪৪ নম্বর আসনের সামনে কাঁচ ফেটে গিয়েছে। ইসি ওয়ান কোচের শৌচাগারের একটি কাঁচও ভেঙে গিয়েছে বলে জানিয়েছেন তাঁরা। যদিও এই ঘটনায় এখনও অবধি কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এই ঘটনার জেরে রেল আইনের ১৫৩ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিস। এক মাসে এই নিয়ে দ্বিতীয়বার কর্ণাটকে বন্দেভারতের উপর পাথর ছোঁড়ার ঘটনা ঘটল। গত ১ জুলাই এই বেঙ্গালুরু-ধারওয়াড় রুটেই বন্দেভারতের উপর পাথর ছোড়া হয়েছিল।
মে মাসে কেরলের তিরুরে এই একই ঘটনা ঘটে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম রুটে ও জানুয়ারিতে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে বন্দেভারতে পাথর ছোড়া হয়েছিল।