নিউজ ডেস্ক: অশোকনগর থানার অন্তর্গত বিড়া রাজীবপুর গ্রাম পঞ্চায়েতের ১১২ নম্বর সংসদের বিজেপি প্রার্থীর ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী শ্যামল দাসের জামা কাপড় ছিঁড়ে তাকে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। জখম অবস্থায় বারাসত হাসপাতালে ভর্তি ওই বিজেপি প্রার্থী।
জানা গিয়েছে বুধবার রাতে প্রচার সেরে বাড়ি ফেরার পরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আচমকা তার বাড়িতে ধুকে পড়ে। প্রথমে তাকে ও তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তাঁর স্ত্রী প্রতিবাদ করলে তার ওপর ছড়াও হয় জনা কয়েক মদ্যপ দুষ্কৃতীরা। তার শ্লীলতাহানি করা হয়। পরনের কাপড় ছিঁড়ে দেওয়া হয়। স্ত্রীকে চোখের সামনে নিগ্রহ করা হচ্ছে দেখে প্রতিবাদ করেন শ্যামল। এর পর বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ওই বিজেপি প্রার্থীকে। তার জামা কাপড় ছিঁড়ে দেওয়ার হয়। নগ্ন অবস্থায় প্রাণে বাঁচতে কোনোমতে ছুটে পালান বিজেপি প্রার্থী।
অভিযোগ বারবার এই দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা করেনি অশোকনগর থানার পুলিশ। রাতেই আহত বিজেপি প্রার্থীকে বারাসাত হাসপাতালে নিয়ে আসে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এই বিজেপি প্রার্থী। এই ঘটনায় বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস মিত্রের অভিযোগ বিজেপি শক্তিশালী হওয়ার জন্য শাসকদল ভয় পাচ্ছে। সেই কারণেই বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ নেমে আসছে। নির্বাচন কমিশনের উদাসীনতা নিয়েও এদিন প্রশ্ন তোলেন তিনি। বারবার অভিযোগ জানানোর পরেও দুষ্করীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ার জন্য নির্বাচন কমিশনারের অপসারণের দাবি জানান বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্র। এই মারধরের ঘটনায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে চলেছে বিজেপি কর্মী সমর্থকরা।