নিউজ ডেস্ক: বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর। চলতি বছরটি তাঁর পেশাগত সঙ্গীত জীবনের ৩০তম বছর। তবে সেই মাইলস্টোনটি উদযাপন করার আগেই চিরবিদায় নিলেন ‘মুলান’ খ্যাত গায়িকা কোকো লি। তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য হিট গান, রয়েছে বেশ কিছু পুরস্কারও। গত ২৯ বছরে পাওয়া এত সাফল্যের পরেও অবসাদের কারণে হেরে গেলেন তিনি।
গত সপ্তাহে তিনি আত্মহত্যা করার চেষ্টা করেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তিনি কোমায় চলে যান। এক সপ্তাহ কোমায় ছিলেন তিনি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত বুধবার কোকো লি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর দুই বোন ক্যারল লি ও ন্যান্সি লি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর মৃত্যুর খবর জানান অনুরাগীদের। তাঁরা আরও বলেন যে বিগত কয়েকটি বছর ভালো কাটছিল না তাঁর। আর তাতেই অবসাদে ভুগছিলেন তিনি।
আমেরিকার পপ গায়িকা হলেও কোকো লি-র জন্ম চিনের হংকংয়ে। শৈশবে তিনি আমেরিকা চলে আসেন। সান ফ্রান্সিসকোতে তাঁর বেড়ে ওঠা ও পড়াশোনা। ছুটিতে দেশে ফিরে হংকংয়ে একটি গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ও প্রথম হন। বিশ্বের দরবারে চিনা সঙ্গীতকে তিনি এক ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছিলেন তিনি।
১৯৯৪ সালে দুটি ম্যান্ডারিন সঙ্গীত অ্যালবামের মাধ্যমে পেশাগত সঙ্গীত জগতে প্রবেশ করেন তিনি। পরের বছরই ইংরাজীতে তাঁর প্রথম অ্যালবাম রিলিজ হয়। জনপ্রিয় ডিজনি ছবি ‘মুলান’-এর থিম সং গেয়েছিলেন তিনি। ‘রিফ্লেকশন’ গানটি ম্যান্ডারিন ভাষাতেই গাওয়া। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া পড়েছে সংঙ্গীত জগতে।