নিউজ ডেস্ক: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের জেরে বেলডাঙ্গায় নিহত হল এক ব্যক্তি। বৃহস্পতিবার বেলডাঙা থানার মহেশপুর এলাকায় মাঠের মধ্যে মৃতদেহ উদ্ধার করল পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম কামাল শেখ(৪৯)। ওই ব্যক্তি কংগ্রেস কর্মী বলে দাবী তৃণমূলের।
স্থানীয় সুত্রে খবর বিস্ফোরণে ওই ব্যক্তির হাত উড়ে যায়, মুখ ঝলসে যায়। মৃতের পরিবারের সূত্রে জানা গেছে বেলডাঙা থানার ভাবতা-১ গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামের বাসিন্দা কামাল শেখ শ্রমিকের কাজ করত। বুধবার তাকে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি ডেকে নিয়ে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে মাঠের মধ্যে কামাল শেখের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ ঘটনারস্থল থেকে কামালের দেহ উদ্ধার করে। ওই ঘটনার সঙ্গে কারা জড়িত তার তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য গত সোমবার রাতে বেলডাঙ্গার বেগুনবাড়ি এলাকা থেকে ১১০ টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার ফের বোমা বানাতে গিয়ে নিহত হল এক ব্যক্তি বলে জানাচ্ছে পুলিশ।